এক ছেলে আর এক মেয়ের সম্পর্ক ৩ বছরের। তারা উভয়ে জানে এবং বুঝে যে হারাম সম্পর্কে থাকা যাবে না। তারা বেশ কয়েকবার যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলো। কিন্তু তারা একে অপরকে ছেড়ে থাকতে পারছে না। যোগাযোগ বিচ্ছিন্ন করে তারা তাদের নরমাল জীবন যাপন করতে পারছে না। পড়াশোনার ক্ষতি হচ্ছে।
মেয়ে তার অভিভাবক কে রাজি করিয়ছে। মেয়ের অভিভাবক রাজি। কিন্তু ছেলে স্টুডেন্ট বিধায় ছেলে তার পরিবারের কাছে বিয়ের কথা তুলতে পারছে না।
এমতাবস্থায় ছেলে মেয়েরা ঠিক থাকতে, হালাল থাকতে, সাধারন জীবনযাপন করতে চাইলে ছেলের বাবা মা কে না জানিয়ে বিয়ে করাটা যৌক্তিক হবে কি না?? শুধু মাত্র মেয়ের অভিভাবক এর উপস্থিতি তে।