আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১,
আমিত চাইনা আমার স্ত্রীর তালাক হোক, আমার স্ত্রীর উপর একবার ভুলের কারণে শর্তযুক্ত তালাক পড়ে। তখন ভাবতাম যদি শর্ত যদি পাওয়া যায় তাহলে তালাক হয়ে যাবে,হায় তার আগেই যদি আমার স্ত্রী মারা যায় তাহলে আলহামদুলিল্লাহ তালাক হবেনা।আর তাকে জান্নাতেও পাব। আর যদি মারা যেতে দেরি হয় তাহলে আজীবন এই ভয়ে থাকতে হবে কখন এই শর্ত এসে যায়! আমার চিন্তা ছিল তালাক হয়ে চিরদিনের বিচ্ছিন্ন হবার চেয়ে মারা যেয়ে সাময়িক বিচ্ছিন্ন হওয়া ভাল।আমার এই চিন্তায় কি কোনো সমস্যা আছে?
২,স্ত্রীকে তালাক দেয়ার উদ্দ্যেশ্যে যদি বলা হয় তুমি মরে যাও।তাহলে তালাক হবে?
৩, একবার স্ত্রীর কথা ভেবে তালাক দেয়ার নিয়তে নিজে নিযে একাকি 'যাহ','যা' 'চলে যা' বললে কি তালাক হবে?
৪, স্ত্রী কথা শুন্তেছিল না,বা রাগান্বিত করেছে। ত শুধু তালাক দেয়ার নিয়তে শুধু 'যাহ/যা' বললে তালাক হবে?
৫, আল্লাহু আকবার নামাজে তাকবির দেয়ার সময়,হু শব্দে যদি একাধিক আলিফ টান আসে তাহলে কি নামাজ নষ্ট হবে?
৬, আমার একবার সালাম ফেরানোর পর সাহু সিজদা দেয়ার দরকার পড়ে। আমার পাশে এক লোক দাড়িয়েছিল আমাকে অতিক্রম করার জন্য,তবে নামাজ শেষ না হওয়ার দরুন অপেক্ষায় ছিল,সে সালাম ফেরা মাত্র অতিক্রম করা শুরু করি,আমিত আগে থেকে থেকে বুঝতে পারছি যে সে আমার সাহু সিজদার আগেই সালাম দেখেই অতিক্রম করবে এজন্য সে অতিক্রম করার সময় ইচ্ছা করে হাত দিয়ে আঘাত করেছি এজন্য যে দেখো আমি সাহু সিজদা দিচ্ছি।তাকে দেখানোটাই উদ্দেশ্য ছিল। আমি তাকে আঘাত না করলেও হয়ত সে বুঝত,তবু ইচ্ছা করে করেছি।
আমার নামাজ কি হয়েছে?
৮, স্ত্রীর থেকে যদি চারমাসের অধিক দূরে থাকা হয়,বিয়ে কি ভেংগে যায়?
৯,সালাতে সুরা বাইয়িনাহ তেলাওয়াত করছিলাম,প্রথম আয়াতে, 'হাত্তা' শব্দে ه উচ্চারণ করেছি।ভুল করে। কিন্তু শুধরে নেইনি।নামাজ হবে?
১০, সিজদায় একটা দুয়া পড়ছিলাম যার মধ্যে ইয়া হাইয়্যু ইয়া ক্বইয়ুম আছে। ত ক্বইয়ুম এ যে এক আলিফ টান আছে তা ব্যতিত পড়েছি।এতে নামাজ নষ্ট হবে?
১১,নামাজে টাইট কাপড় পড়লে যা সতরের আকার বুঝা যায় নামাজ হবে?
১২, অনেক সময় আন্ডার ওয়ার না পড়ার কারণে পেনিসের স্থান উচু হয়ে থাকে অনেক সময় মুসলমানি করার যে চামড়া উলটে দেয় সেই পুরু চামড়াত দাগ বুঝা যায়। এতে কি নামাজ নষ্ট হবে?