আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।
ধরুন, আমার কোনো বন্ধু মারা গিয়েছে। বেঁচে থাকতে তিনি যাদের সাথে খারাপ ব্যবহার / অন্যায় করেছেন সেটা আমি জানি৷ তো উনার মাগফেরাত এর জন্য যদি আমি মৃতব্যক্তির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেই আর সবাই যদি মাফ করেও দেয়। তাহলেও কি মৃতব্যক্তি কে সেই ব্যক্তিদের মুখোমুখি হতে হবে হাশরের ময়দানে? নাকি মাফ পেয়ে যাবেন?