بسم
الله الرحمن الرحيم
জবাব,
শরীয়তের বিধান
হলো সুদ ভিত্তিক ব্যাংকে একাউন্ট খোলা জায়েজ নেই। কারন, এতে আপনি সুদ না খেলেও তারা আপনার টাকা খাটিয়ে
সুদ খাবে,সুদি কর্মকান্ডে তারা আপনার টাকা লাগাবে,সুতরাং আপনার একাউন্ট খোলার মাধ্যমে আপনি সুদি কার্যক্রমে সহযোগিতা করছেন,তাই এসব ব্যাংকে একাউন্ট খোলা কোনো ভাবেই জায়েজ নেই।
মহান আল্লাহ তায়ালা
ইরশাদ করেনঃ
وَتَعَاوَنُوا
عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে
একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে
ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
হারাম টাকার বিধান
হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের
কাছে ফেরত দেয়া।নতুবাজনকল্যাণ মূলক কাজে ব্যবহার করবেন(জাদীদ ফেকহি মাসাঈল-৪/৫২) কিংবা
সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
من
ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট
কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ
মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)
এ সম্পর্কে বিস্তারিত
জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
আপনার জন্য উচিত উক্ত ব্যাংকের
কোন কর্মকর্তার সাথে কথা বলে সুদের পরিমাণ জেনে নিবেন। অতপর আপনার প্রাপ্ত টাকায় হিসাব
করে মূলধন রেখে মুনাফা অর্থাৎ একাউন্টে যোগ হওয়া
সুদের টাকাকে ছওয়াবের নিয়ত ছাড়া গরীব মিসকিনদের মধ্যে সদকাহ করে দিবেন।