আসসালামু আলাইকুম,
আমার একজন বন্ধু আমার আইডি থেকে ফতোয়া জানার জন্য প্রশ্নটি করেছে। সে ওয়াসওয়াসা আক্রান্ত না। তাই ওয়াসওয়াসা কোর্স লিঙ্ক না দিয়ে উত্তর পেলে সে উপকৃত হবে।
প্রশ্ন ১:
প্রশ্নটি হলো, আমরা তো পৃথিবীর মানুষ শব্দের মধ্যেই বসবাস করি। কোন না কোন শব্দ পাখির শব্দ,বাতাসের শব্দ,ফ্যানের শব্দ,গাড়ির শব্দ। একমাত্র বায়ুশূন্য স্হান ছাড়া কোন না কোন শব্দ আমাদের চারপাশে থাকবেই।
এখন যদি কেউ ডিভো** শব্দ উচ্চারণ করলো কিন্তু উপরোক্ত বাধার কারনে কানে না শুনতে পায় তাহলে সে শব্দ পরিমাপ করবে কিভাবে???
বা সে বুঝবে কি করে শব্দ তার কানে পৌছেছিলো???
বিজ্ঞান বলে মানুষের শ্রবণসীমা ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ কম্পাংক। এখন সে কিভাবে বুঝবে সে কতো হার্জ শব্দের কম্পাংক তৈরি করছিলো। আর শব্দ তো বাধার কারনে যেতে পারে না।
তার কানে যদি কোন বাধার কারনে শব্দ না পৌছায় সে তো কখোনো বুঝতেই পারলো না।আর বুঝতে না পারলে সে তো জানতেও পারলো না আর সে তখন কোন Action কিভাবে নিবে???
এক্ষেত্রে শরিয়তের বিধান কি???
প্রশ্ন ২ঃ কেউ যদি google এ ফতোয়া জানার জন্য সার্চ দেয় এভাবে "স্ত্রীকে ডিভো*** দিলা**।
বা ডিভো** এর কোন বাংলা মুভি সার্চ দিলে অথবা হিল্লা বিয়ের সিনেমা খুজার জন্য।
অথবা, কেউ যদি English এ google এ my wife is div**ed or I div** my wife লিখে কোন টপিক, কাহিনি বা মুভি বা ভিডিও সার্চ দিলে কোন সমস্যা হবে????
প্রশ্ন 3: কারো যদি ডিভো** দেওয়ার কোন ইচ্ছে বা উদ্দেশ্য না থাকে। তারপরও কেউ যদি অনিচ্ছা সত্বেও কোন উদ্দেশ্য ছাড়া একা একা নির্জনে মুখে ডিভো*** শব্দ গুলা বার বার উচ্চারন করে। এতে কি তার বৈবাহিক সম্পর্কে কোন সমস্য হবে?