আসসালামু 'আলাইকুম!!!
প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে অর্থাৎ ১২/১৩ বছর বয়সে কারও নামে যদি কোন মিথ্যা কথা বলা হয় বা অপবাদ দেওয়া হয় তাহলে বড় হওয়ার পর(১৮ বছর বয়সে) যদি মনে পড়ে তাহলে করণীয় কি?উল্লেখ্য আমার মতে যার কাছে বলা হয়েছে এবং যারা শুনেছে তাদের সবার এখন সেসব কথা মনে নেই বা খেয়ালে নেই!!!আমি একজনকে সত্যবোঝাতে চেষ্টা করেছি,,,কিন্তু দেখি তার মনে নেই,,,, এখন তাদের সবার কাছে কাছে সত্য বলতে গেলেও কারও দ্বারা ফিতনার আশঙ্কা আছে এবং সেসব বিষয়ে বলা এখন লজ্জার বিষয়!!!ঘটনাটি প্রায় ৬ বছর আগের!!! যার নামে বলা হয়েছে তাকে সত্য বলতে গেলেও ফিতনার আশঙ্কা আছে এবং সে একজন মেয়েলোক এবং তার সঙ্গে আমার ধরতে গেলে কথা হয় না!!!!যে ঘটনাটি হয়েছিল,,,,এক বাসায় গিয়েছিলাম!!!দুইজন মেয়েলোক কতাবা্রতা বলছিল,,,,,তাদের কথা আমি শুনেছিলাম,,,কার কি সার্চ দেয়া নিয়ে বলছিল,,,,আমি এক বাসায় থাকতে সেখানকার একজনকে সেটা সার্চ দিতে বলি,,,,,সেখানে অশ্লীল কিছু হয়তো আসে,,,সম্ভব ত আমার মা আমাকে জিঞ্জাসা করে কে বলেছে আমাকে এবং আমি তাদের দুইজনের মধ্যে একজনের নাম বলে দেই এবং সে যে আমাকে বলেছে সেটাও জিঞ্জাস করাতে সম্ভবত হ্যা সূচক উত্তর দিয়েছি নাকি স্পষ্ট মনে নেই এবং তা সেখানে উপস্থিত অন্যরাও শুনে!!!কেউ একজন তার ব্যাপারে জিঞ্জাসা করে এবং সে তার পরিচয় দিয়ে দেয় সবার সামনে!!!যদিও তারা(যারা কথা বলছিল,,,যাদের কথা শুনেছিলাম) আমাকে বলে নি,,তাদের নিজেদের মধ্যে কতাবার্তা বলছিল!!! তো এখন আমার করণীয় কি,,,উল্লেখ্য: যার ব্যাপারে বলা হয়েছে সে জানে না তার বিষয়ে বলা হয়েছে