বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ مَنْ شَغَلَهُ الْقُرْآنُ وَذِكْرِي عَنْ مَسْأَلَتِي أَعْطَيْتُهُ أَفْضَلَ مَا أُعْطِي السَّائِلِينَ وَفَضْلُ كَلاَمِ اللَّهِ عَلَى سَائِرِ الْكَلاَمِ كَفَضْلِ اللَّهِ عَلَى خَلْقِهِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
২৯২৬. মুহাম্মাদ ইবন ইসমাঈল (রহঃ) ..... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান ও বরকতময় রাব্বুল আলামীন ইরশাদ করেন, কুরআন নিয়ে ব্যস্ততা যাকে আমার যিকর এবং আমার কাছে প্রার্থনা করা থেকে বিরত রাখে আমি তাকে (প্রার্থনাকারীদেরকে) যা দিয়ে থাকি তদপেক্ষা উত্তম প্রতিদান দিব। সব কালামের উপর আল্লাহর কালামের মর্যাদা সেরূপ যেরূপ সকল সৃষ্টি উপর আল্লাহর মর্যাদা বিদ্যামান।(সুনানু তিরমিজী হাদিস নম্বরঃ ২৯২৬ [আল মাদানী প্রকাশনী]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
কুরআন তিলাওয়াত আল্লাহর যিকিরের অন্তর্ভুক্ত। সুতরাং কুরআন তিলাওয়াত করলে আল্লাহ অবশ্যই ঐ ব্যক্তির সমস্ত প্রয়োজনকে পূর্ণ করবেন। তবে আপনি যেই আমলের কথা বলেছেন, সেগুলো সুনির্দিষ্টভাবে কুরআন হাদীসে আসেনি। হ্যা, এটা অবশ্যই বুজুর্গানে কেরামের অভিজ্ঞতার আলেকে প্রমাণিত। সুতরাং এই আমলগুলো এই হিসেবে করা যেতে পারে।
(২) সন্ধ্যার পর বারান্দায় কাপড় নেড়ে রাখা যাবে।