গতমাসের ৪ থেকে ১৩ তারিখ হায়েজ ছিল।
এমাসের ২ তারিখে লজ্জাস্থান থেকে ছোপ তরল বের হয়(পুরোপুরি রক্ত না)। ১৫ দিন অতিক্রম করায় এটাকে হায়েজ ধরি। একদিনও রক্ত বেরোয়নি কিন্তু টিস্যু ধরলে লাল/খয়েরি রঙের ছোপ দেখা যেত(ইস্তিহাযা হলে যেমন হয়)। ১১ তারিখ পর্যন্ত এটা চলে তারপর ১১ তারিখে নামায পড়া শুরু করি।
আজ ১৩ তারিখ,আজ লজ্জাস্থান থেকে পিরিয়ডের রক্ত বেরোচ্ছে,যোহরের একটু আগে খেয়াল করি। বুঝা যাচ্ছে এটাই পিরিয়ডের ব্লাড
আমার ওভারিতে সিস্ট থাকায় এমন সমস্যা হয় মাঝেমাঝে,ইস্তিহাযা আর ইররেগুলার পিরিয়ড।
আমি কি এই পূর্ণ পিরিয়ডের ব্লাড নিয়ে নিয়ে নামায আদায় করব নাকি এই সময়টাকে পিরিয়ড ধরে গত ২ থেকে ১১ তারিখের সময়টাকে ইস্তিহাযা ধরব আর পরে ঐ সময়ের কাযা আদায় করে নিব?আমার পিরিয়ডের ন্যায় অনেক পেট ব্যথাও করছে
টেকনিক্যালি এটা হয়ত ইস্তিহাযা হবে,কিন্তু আমি বোঝাতে পারব না কী পরিমাণ কষ্ট হচ্ছে,এটা নিয়ে কীভাবে নামায আদায় করব? আবার লাস্ট মাসের পিরিয়ড হওয়ার ঠিক ১ মাস পর এমন হচ্ছে,তাইলে শারীরিকভাবে এটাই পিরিয়ড হচ্ছে,মাঝের ছোপ ছোপ ব্লাড যা বেরোচ্ছিল তা শারীরিক কোনো কারণে হবে,পিরিয়ড ছিল না।
কী করব,সমাধান দিন প্লিজ