আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমাকে একজন একটা কথা জিজ্ঞাসা করছে , দিয়ে আমার সঙ্গে সঙ্গে মনে মনে এমন হয় আমি যদি উত্তরে অমুক কথা বলি তাহলে তালাক এই রকম আমার মনে মনে হয়। দিয়ে আমি উত্তরে সেই কথাই বললাম তাহলে কি তালাক হবে???
২. দিয়ে পরবর্তী তে সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করে ফেলেছি তাহলে কি তালাক হবে?
৩ . হুজুর পরবর্তী তে যদি আমি আবার সেই অমুক কথা বলি তাহলে কি তালাক হবে?
৪. হুজুর এইখানে প্রশ্ন করতে গিয়ে মনে মনে এমন হলো যদি প্রশ্ন করি তাহলে তালাক এই রকম মনে মনে হয়েছে , দিয়ে হুজুর প্রশ্ন করলাম তাহলে কি তালাক হবে?