আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমি যখন একটা কাজ করছিলাম তখন মনে মনে শর্ত তালাক এর চিন্তা হচ্ছিলো। মনে মনে এমন হলো যে এই কাজ করলে তালাক এই রকম মনে মনে হচ্ছিল দিয়ে আমি সেই কাজ টা করলাম তাহলে কি তালাক হবে?
২. হুজুর আমি জানিনা আমি কোনো শর্ত তালাক দিয়েছি কিনা। কিন্তু একটা কাজ করতে আমার খুব ভয় হয়। মনে মনে এমন ভাবনা চলে আসে হয়ত আমি বলেছি সেই কাজ করলে তালাক এই রকম আমার মনে মনে ভাবনা হয়। দিয়ে সেই ভয় এ আমি সেই কাজ করিনা। কিন্তু বাস্তবে আমার মনেই নেই আমি সেই রকম কোনো শর্ত তালাক এর কথা বলেছি কিনা। সত্যিই মনে নেই। আর আমার মনে হয় আমি বলিনি। আর যদি বলে থাকি কখনো মুখে উচ্চরণ করিনি হয়ত মনে মনে বলেছি, দিয়ে হুজুর আমি সেই কাজটা করে ফেলেছি তাহলে কি তালাক হবে?
৩. আপনাদের কে সব বললাম এর পর সেই কাজ করলে তালাক হবে না তো?
৪.আপনাদের কে সব বললাম বা এইখানে প্রশ্ন করলাম, দিয়ে প্রশ্ন করার সময় মনে মনে এমন ভাবনা হচ্ছে সত্যি সত্যি সর্ত তালাক দিলাম এই রকম মনে হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে হচ্ছে , এর পরে যদি সেই কাজ করি তাহলে কি তালাক হবে?
**** হুজুর আমার খুব চিন্তা হচ্ছে হুজুর আমার কোনো তালাক হয়নি তো? আর আমি যদি সেই কাজ করি তাহলে তালাক হবে না তো ? আমাকে আর এইসব বিষয় নিয়ে ভয় পাওয়ার দরকার নেই তো? Plz বলবেন।
৫. আল্লাহর কাছে তওবা করে যদি ভুল করে তওবা ভঙ্গ হয়ে জাই তাহলে করণীয় কি? এর জন্য কি ঈমান চলে যাবে?
৬. নাপাক অবস্থায় ifatwa তে প্রশ্ন করলে কি ঈমান চলে যাবে?