আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ.
১,
নামাজের মাঝে কোনো কারণে নামাজ ছেড়ে দেয়া বা ভংগ করার নিয়ত করার পর যদি ভংগ না করা হয় তাহলে কি নামাজ নষ্ট হবে?
২, কোনো ইমামের পিছনে নামাজশুরু করেছি,কোনো কারণে বুঝলাম যে আমার নামাজ নষ্ট হয়ে গিয়েছে,তাই আবার শুরু করতে হবে,অথবা এই ইমামের পিছনে নামাজ শুদ্ধ নয়।তখন মনে মনে নামাজ ছাড়ার নিয়ত করলাম,কিন্তু বাহ্যিক ভাবে নামাজ ছাড়িনি,নামাজের রুকন ও ফরজ গুলো আদায় করছিলাম। নামাজের শেষের দিকে বুঝতে পারলাম যে আসলে নামাজ আমার ঠিক আছে। বা নামাজের সালাম ফেরানোর পর বুঝলাম নামাজ ঠিক হয়েছে। তাহলে কি আমার নামাজ হয়ে গেছে না আবার পড়তে হবে?