আসসালামু আলাইকুম,
আমি অনলাইনে মধু, খেজুর এসব সেল করি মাঝে মাঝে। আমি আমার সেল করার ধরনটা বলছি -
আমার এক পরিচিত ভাইয়া রয়েছেন, যিনি এসব নিজে সংগ্রহ করেন। তো আমি ভাইয়ার কাছে আগে জেনে নেই কোন প্রডাক্টের কত দাম। উনি আমাকে কত দামে জিনিস গুলো দিবে, এবং জিনিস গুলো এভেলএবল আছে কিনা। এসব কিছু জেনে নেয়ার পর আমি আমার সোশাল মিডিয়ার প্লাটফর্মে পোষ্ট করি। যেমন - লিচু ফুলের মধু ৪৫০টাকা কেজি, লাগলে ইনবক্স করুন।
এর পর ওডার পেলে এবং তা কনফার্ম হওয়ার পর, আমি ভাইয়ার থেকে প্রডাক্ট গুলো কিনে নেই, এবং গ্রাহকদের কাছে কুরিয়ার করে পাঠাই।
কখন কুরিয়ার পাওয়ার পর ক্লাইন্টদের থেকে টাকা নেই। আবার কখন প্রডাক্ট কুরিয়ার করার আগে পেমেন্টা নিয়ে থাকি।
তো এই ভাবে জিনিস গুলো বিক্রি করা সঠিক হবে কি?
এক জায়গায় দেখেছিলাম, নিজের মালিকানা জিনিস না থাকলে তা বিক্রি করা যাবেনা।
তো এখানে জিনিস গুলো মালিকানা প্রথমে আমার এক পরিচিত ভাইয়ের কাছে থাকে। পরে আমি পোষ্ট করে অডার পেলে, সেই পরিমান জিনিস তার থেকে কিনে নিয়ে গ্রাহক কে ডেলিভারি দেই।
যার থেকে জিনিস গুলো নেই, অনেক সময় তাকে সঙ্গে সঙ্গেই টাকা দেই, তার প্রডাক্ট নেয়ার সময় , কখনওবা কিছুদিন পরে দেই।
ইন শা আল্লাহ এবিষয়ে জানাবেন, এবাবে বিক্রি জায়েজ হবে কিনা।?
যদি জায়েজ না হয়, তাহলে কোন সুরতে বিক্রি করলে জায়েজ হবে।
এই বিষয়ে জানার জন্য কোন কিতাব থাকলে জানাবেন ইন শা আল্লাহ৷