আসসালামু আলাইকুম
আমি বই এর রিভিউ করি। বিভিন্ন্য ইসলামিক বই। পরার পরে নিজের মতামত দেই। যদি বই টাতে খারাপ কিছু পাই সেটাও বলি ভালো কিছু পেলে সেটাও বলি। খারাপ কিছু পেলে সেটা বলি এই কারনে যে, না না পাঠক বই কেনার আগে বুঝতে পারেন না। জমানো টাকা দিয়ে বই ক্রয় করেন। কেনার পরে দেখা যায় বইটা ভালো না ।
এখন এই যে কোন বই এর নেগেটিভ দিক থাকার কারনে সেটাও বলে দিচ্ছি এটা কি আমার গুনাহ হচ্ছে? পাঠক অনেকেই আমার রিভিউ এর জন্যে ওপেক্ষা করে যে রিভিউ তে দেখে তার পরে সিদ্ধান নিবে যে বইটা ক্রয় করবে কি করবে না। সে জন্যে আমি রিভিউ এর ক্ষেত্রে কিছু সতর্কতা করি যেমন, আমার ভালো লাগে না এর অর্থ এই না যে আরেকজনের ভালো লাগবে না। তাই আমার নিজের অপছন্দের দিক তুলে ধরি।
নিজের পছন্দের দিক গুলো তুলে ধরি।
যদি আকিদার বই হয়, তাহলে বলে দেই যে এই কিতাম কোন লেখক লিখেছেন বা কোন আকিদা বা কোন মাযহাব ফলো করেন। এটা বলি এই জন্যে যে দেখা যায় হানাফি এর কোন মানুষ যার ইলম নেই, সে একই সাথে আহলে হাদিসে বই কিনছে, কেউ অন্য মাযহাবের বই কিনছে এর পরে এক এক বইতে মাসালার পার্থক্য দেখে কনফিউজড হয়ে যাচ্ছে। তাই বলে দেই যে আপনারা যদি এই মাযহাব ফলো করেন তাহলে এই বইটা আপনাদের জন্যে বেশি ভালো হবে।
একটি বইতে মহানবি (স) এর নামের সাথে (সাল্লাল্লাহু ওয়াইহি ওয়া সাল্লাম) যুক্ত না করে শুধু মুহাম্মাদ লিখছিলো। সেটাই একটু কঠর ভাবে আলোচনা করি।
এখন আমার এই রিভিউ করাটা কি ঠিক হচ্ছে? আমি লেখন বা প্রকাশনে ব্যাক্তিগত কোন বিষয় আনিনা। শুধু মাত্র পাবলিক ভাবে প্রচারিত বই এর মধ্যেই আমার মন্তব্য বা রিভিউ সীমিত রাখি।
আমাকে জানাবেন এবং সম্ভব হলে বই রিভিউ সংক্রান্ত মাসা বা পরামর্শ দিবেন।
(আমি মাসে একধিক প্রশ্ন করে চাই, আমি কি নিজে পেমেন্ট করতে পারবো ৪টার বেশি প্রশ্নের ক্ষেত্রে? )