আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
52 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্ উস্তাদ।
ভার্সিটির একটা মেয়ে তাকে আগে কখনো কালো বোরকা ছাড়া দেখি নি, আজকে সে পুথিওয়ালা কালো বোরকা পড়ে এসেছে, আগে সে ফিঙ্গারলেস হাত মুজা পড়ত পরে আমি পুরো হাতমুজা পড়তে বলি, কয়েকদিন পড়লেও এখন হাতমুজাকেই বেশী গুরুত্ব দেয় না, আমি কয়েকবার বুঝানোর চেষ্টা করছি, একদিন অন্য একটা মেয়ে ক্লাসে মেহেদী দেয়, এটা দেখে সেও হাতে মেহেদী দেয় আর এভাবে মেহেদী পড়া হাত নিয়েই বাড়ী ফিরে যায় হাতমুজা ছাড়া খুলা হাতে। আমি তাকে ভার্সিটি থেকে বের হওয়ার সময় দেখেছি চোখকে আইলেনার দিয়ে সাজাতে। আমি ১/২ বার নিষেধ করেছি এমন করতে, সে আমার কথা শুনে নি। কালকেও এমন করেছে৷ তার এমন পরিবর্তন আমার খারাপ লাগছে, আবার ভয়ও হচ্ছে তার পর্দা সম্পর্কে এমন শিথিলতা তার সাথে থাকতে থাকতে আমার ভিতরও চলে আসতে পারে। আমি পর্দা সম্পর্কে মুটামুটি সচেতন।
এখন যেহেতু বন্ধুত্ব করার ক্ষেত্রে বলা হয়ছে, তোমরা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসো এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃনা করো বা দূরে সরে যাও।
আমি কি তার থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরী করতে পারি যেন আমি দ্বীন থেকে ছিটকে না পরি তার মতো?

1 Answer

0 votes
by (679,480 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ قَالَ: أَتَيْتُ أَبَا ذَرٍّ فَوَجَدْتُهُ فِي الْمَسْجِدِ مُحْتَبِيًا بِكِسَاءٍ أَسْوَدَ وَحده. فَقلت: يَا أَبَا ذَر ماهذه الْوَحْدَةُ؟ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْوَحْدَةُ خَيْرٌ مِنْ جَلِيسِ السُّوءِ وَالْجَلِيسُ الصَّالِحُ خَيْرٌ مِنَ الْوَحْدَةِ وَإِمْلَاءُ الْخَيْر خيرٌ من السكوتِ والسكوتُ خيرٌ من إِملاءِ الشَّرّ» 

’ইমরান ইবনু হিত্ত্বান (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি আবূ যার (রাঃ)-এর কাছে এলে তাঁকে কালো চাদর জড়ানো অবস্থায় একাকী মসজিদে অবস্থানরত পেলাম। আমি বললামঃ হে আবূ যার! এ একাকিত্ব কিরূপ? তখন আবূ যার(রাঃ) বললেনঃ আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ একাকী থাকা খারাপ সহ-উপবেশনকারীর চেয়ে উত্তম এবং ভালো সহ-উপবেশনকারী একাকী থাকার চেয়ে ভালো। ভালো কথা শিক্ষা দেয়া চুপ থাকার চেয়ে উত্তম, আর চুপ থাকা খারাপ শিক্ষা দেয়ার চেয়ে উত্তম।
(শু‘আবুল ঈ‘মান ৪৯৯২, আল মুসতাদরাক ৫৪৬৬, শু‘আবুল ঈমান লিল বায়হাক্বী ৪৯৯৩, য‘ঈফুল জামি‘ ৬১৫১, আল মুসতাদরাক লিল হাকিম ৫৪৬৬.মিশকাত ৪৮৬৪।)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ- 
ভয়ও হচ্ছে তার পর্দা সম্পর্কে এমন শিথিলতা তার সাথে থাকতে থাকতে আমার ভিতরও চলে আসতে পারে। 

সুতরাং উক্ত পরিস্থিতিতে তার সাথে থাকলে তার মত দ্বীন থেকে ছিটকে না পড়ার নিয়তে তার থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরী করতে পারবেন।
তবে কথাবার্তা বন্ধ করে দেয়া যাবেনা।
আর কিছু না হলেও দেখা হলে সালাম দেয়া চালিয়ে যেতে হবে।

আর পরবর্তীতে সময় সুযোগ মোতাবেক তাকে দ্বীনের দাওয়াতও দিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...