আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্ উস্তাদ।
ভার্সিটির একটা মেয়ে তাকে আগে কখনো কালো বোরকা ছাড়া দেখি নি, আজকে সে পুথিওয়ালা কালো বোরকা পড়ে এসেছে, আগে সে ফিঙ্গারলেস হাত মুজা পড়ত পরে আমি পুরো হাতমুজা পড়তে বলি, কয়েকদিন পড়লেও এখন হাতমুজাকেই বেশী গুরুত্ব দেয় না, আমি কয়েকবার বুঝানোর চেষ্টা করছি, একদিন অন্য একটা মেয়ে ক্লাসে মেহেদী দেয়, এটা দেখে সেও হাতে মেহেদী দেয় আর এভাবে মেহেদী পড়া হাত নিয়েই বাড়ী ফিরে যায় হাতমুজা ছাড়া খুলা হাতে। আমি তাকে ভার্সিটি থেকে বের হওয়ার সময় দেখেছি চোখকে আইলেনার দিয়ে সাজাতে। আমি ১/২ বার নিষেধ করেছি এমন করতে, সে আমার কথা শুনে নি। কালকেও এমন করেছে৷ তার এমন পরিবর্তন আমার খারাপ লাগছে, আবার ভয়ও হচ্ছে তার পর্দা সম্পর্কে এমন শিথিলতা তার সাথে থাকতে থাকতে আমার ভিতরও চলে আসতে পারে। আমি পর্দা সম্পর্কে মুটামুটি সচেতন।
এখন যেহেতু বন্ধুত্ব করার ক্ষেত্রে বলা হয়ছে, তোমরা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসো এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃনা করো বা দূরে সরে যাও।
আমি কি তার থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরী করতে পারি যেন আমি দ্বীন থেকে ছিটকে না পরি তার মতো?