আমার স্ত্রীর সাথে খুব ঝামেলা চলছিলো। সে বারবার ডিভোর্স চাওয়ায়, আমিও তখন বলেছিলাম, ডিভোর্স দিয়ে দেবো। সমস্যা থাকাকালীন অনেকেই আমাদের সম্পর্কে জানতে চাইলে বলতাম, সংসার টিকবে না, ডিভোর্স হয়ে যাবে। একজনকে বলেছিলাম, ১০০% ডিভোর্স দিয়ে দেবো, সংসার করবো না ওকে নিয়ে। আমার নিয়ত ছিলো যদি তালাক দিতেই হয়, এক তালাক দেবো। বিভিন্ন সময়ে ডিভোর্স নিয়ে কথা বলেছি। একদিন বলেছিলাম, অমুকের কারণে আমার সংসার ভাঙবে। আরেকবার বলেছিলাম, অমুক আমার সংসার ভেঙেছে। একজন আমাকে জিজ্ঞেস করেছিলো, কেমন আছো? তখন তাকে বলেছিলাম, ডিভোর্স হয়ে কি কেউ ভালো থাকতে পারে? তখন সে জিজ্ঞেস করেছিলো, ডিভোর্স হয়ে গেছে? কবে হয়েছে? আমি বলেছিলাম, কিছুদিন পূর্বে। মূলত তখন পর্যন্ত আমি ডিভোর্স দিইনি। মনে মনে ধারণা ছিলো, ডিভোর্স হয়তো হয়ে যাবে, সে ধারণা থেকেই জিজ্ঞাসার জবাবে বলেছিলাম, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু তখনও ডিভোর্স দিইনি, তবে একান্ত বাধ্য হলে এক তালাক দেবো এমন নিয়ত ছিলো। ঝামেলা চলাকানীল মাঝেমধ্যে যোগাযোগ হলে, কথাপ্রসঙ্গে তাকে আমি বলতাম, তুমি তো এখনো আমার স্ত্রী আছো, আমি তোমাকে ডিভোর্স দেই নাই। পরে আমাদের ঝামেলা শেষ হয়ে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। স্ত্রীকে আমি বলিনি যে, কারো জিজ্ঞাসার জবাবে আমি মিথ্যা করে ডিভোর্স হয়ে গেছে বলেছিলাম।
উল্লিখিত বিবরণ অনুযায়ী কি আমাদের ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে থাকলে এখন আমাদের সম্পর্ক হালাল করার সুযোগ আছে কী না?