আসসালামু আলাইকুম।
শাইখ আমার স্বামী গত ২৩/০৩/২০২৩ ইং তারিখে তালাক নোটিশে "আমি তালাকের সিদ্ধান্ত নিলাম। তালাকে হাসান অনুসারে তিন মাসে তিন তালাক কার্যকর হবে, তিন মাস পর স্বামী-স্ত্রী দাবী করতে পারবে না" এসব শব্দ উল্লেখ এবং তার স্বাক্ষর প্রদান করে সিটি করপোরেশনের বরাবরে আমার বাবার বাড়িতে নোটিশ পাঠায়।
আমার পক্ষে আমার চাচা স্বাক্ষর দিয়ে ডাকপিয়ন থেকে তালাক নোটিশ গ্রহণ করে, এবং সেদিন আমি নোটিশ দেখি। এরপর আমি সিটি করপোরেশনের কোনো শালিসি বৈঠকে অংশগ্রহণ করিনি। এবং তিন মাস অতিবাহিত হওয়ার পর তালাক কার্যকর হয়েছে এমন কোনো আইনী কাগজও আমাদের বাড়িতে আসেনি।
গত ০৩/০৭/২০২৩ ইং (তালাক নোটিশ গ্রহণ করার তিন মাস ১০ দিন পর), আমার স্বামী তার বন্ধুকে দিয়ে কল করিয়ে জানায়, উনি আমাকে ফেরত নিতে চায়। কোনো এক মুফতী উনাকে বলেছেন, যেহেতু আমি সরাসরি তালাক নোটিশ রিসিভ না করে আমার চাচাকে দিয়ে করিয়েছি সেহেতু শরীয়াহ অনুযায়ী তালাক হয়নি। আমি যেনো উনার কাছে ফেরত চলে যায়। আরও জানায়, উনি আমাকে ভয় লাগাতে তালাক নোটিশ পাঠিয়েছেন।
এর আগেও একবার উনি বলেছিলেন, উনি মুফতীর কাছে জানতে চেয়েছেন, মুফতী উনাকে (১৮/০৫/২০২৩ইং)ই নাকি তালাক কার্যকর হয়ে গেছে এমন ফতুয়া দিয়েছেন।
আমার স্বামীর পক্ষ থেকে বারবার এমন সাংঘর্ষিক বক্তব্যের কারণে আমি আমার পরিবারকে কোনো মুফতী থেকে আমার করণীয় কি এব্যাপারে জিজ্ঞেস করতে বলি এবং সিটি করপোরেশনে গিয়ে আইনি ভাবে তালাক কার্যকর হয়েছে কিনা জেনে আসতে বলি।
০৫/০৭/২০২৩ ইং আমার মামা সিটি করপোরেশন এ খোঁজ নেওয়ার পর জানতে পারে, আমার স্বামী সিটি করপোরেশনের তৃতীয় মিটিং এ উপস্থিত ছিলেন না, তাই তারা ফাইল টা ক্লোজড করেনি। আমার মামা এসে আমাদের জানায়, "সে ৩য় মিটিংয়ে উপস্থিত না থাকার কারণে আইনি ভাবে তালাক কার্যকর হয়নি।"
প্রসঙ্গেক্রমে জানিয়ে রাখতে চাই.. উনি শেষবার এবং অতীতেও অনেকবার, "তোর সাথে সব শেষ, তোর সাথে আর সংসার করবোনা না, তুই বের হ এখন ঘর থেকে, যা তুই তোকে তালাক দিবো" এসব উচ্চারণ করে গার্ডিয়ান ডেকে ঘর থেকে বের করে দিয়েছেন আমাকে।
এমতাবস্থায় আমার প্রশ্ন,
১। ৩য় শালিসে উনি বা আমরা কেউ উপস্থিত না থাকার কারণে আইনি ভাবে যদি তালাক কার্যকর না হয়ে থাকে, তবে কি শরীয়াহ ভাবেও তালাক কার্যকর হয়নি?
২। আর আমি সরাসরি তালাক নোটিশ গ্রহণ না করে আমার চাচাকে দিয়ে গ্রহণ করানোর কারণে, শরীয়াহ মোতাবেক আমরা কি এখনো স্বামী-স্ত্রী হিসেবে বহাল আছি?