ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হিসনুল মুসলিম কিতাবে সবক'টি হাদীসকে সহীহ বলা না গেলেও ফযিলতের ক্ষেত্রে যেহেতু যঈফ হাদীসের উপরও আ'মল করা যায়, তাই হিসনুল মুসলিম কিতাবে বর্ণিত হাদীসগুলির উপর আমল করা যাবে।
(২)
সকাল বেলার আ'মল না করলে যে সন্ধ্যা বেলার আ'মল করা যাবে না, বিষয়টা এমন নয়। বরং সকাল বেলার আ'মল না করলেও সন্ধ্যা বেলার আ'মল করতে পারবেন।
(৩)
হাদিসে বর্ণিত সসবক'টি সকাল বেলার আমল ও সন্ধ্যা বেলার আমল করতে পারবেন।সম্ভব না হলে নিজের সুবিধা মত কয়েকটা (যেমন ৫-৬ টা আমল) ও করতে পারবেন।