ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোনাহ করার পর উক্ত গোনাহকে প্রকাশ না করার নির্দেশ রাসূলুল্লাহ সাঃ দিয়েছেন। যেমন- আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ( ﻛُﻞُّ ﺃُﻣَّﺘِﻲ ﻣُﻌَﺎﻓًﻰ ﺇِﻟَّﺎ ﺍﻟْﻤُﺠَﺎﻫِﺮِﻳﻦَ ﻭَﺇِﻥَّ ﻣِﻦْ ﺍﻟْﻤُﺠَﺎﻫَﺮَﺓِ ﺃَﻥْ ﻳَﻌْﻤَﻞَ ﺍﻟﺮَّﺟُﻞُ ﺑِﺎﻟﻠَّﻴْﻞِ ﻋَﻤَﻠًﺎ ﺛُﻢَّ ﻳُﺼْﺒِﺢَ ﻭَﻗَﺪْ ﺳَﺘَﺮَﻩُ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﻴَﻘُﻮﻝَ ﻳَﺎ ﻓُﻠَﺎﻥُ ﻋَﻤِﻠْﺖُ ﺍﻟْﺒَﺎﺭِﺣَﺔَ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻭَﻗَﺪْ ﺑَﺎﺕَ ﻳَﺴْﺘُﺮُﻩُ ﺭَﺑُّﻪُ ﻭَﻳُﺼْﺒِﺢُ ﻳَﻜْﺸِﻒُ ﺳِﺘْﺮَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻨْﻪُ )
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। (সহীহ বুখারী-৬০৬৯,সহীহ মুসলিম-২৯৯০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/906
মিথ্যা বলা সম্পর্কে জানতে ভিজিট করুন -https://www.ifatwa.info/644
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে, "ভাই, আপনি কি আজকে ফজরের নামাজ আদায় করেছেন?" আপনি প্রতিউত্তরে হ্যাঁ, না কিছুই বলবেন না। এদ্বারা যদি সে বুঝে নেয় যে, আপনি পড়েননি,তাহলে এতে কোনো সমস্যা হবে না। এবং সাথে সাথেই অন্যত্র সরে যাবেন।তাহলে গোনাহকে স্বীকারও করতে হবে না এবং মিথ্যা বলাও হবে না।
কেউ যদি জিজ্ঞেস করে, "ভাই, আপনি কি কোনোদিন পর্ন দেখেছেন?" বা "আপনি কি কোনোদিন হস্তমৈথুন করেছেন?" বা "আপনার কি জিম্মায় কি কোনো ফরজ সালাত আছে যা আপনার কাযা করতে হবে?" বা "আপনি কি ওমুক খারাপ অভ্যাসে লিপ্ত/আসক্ত (যেমন পর্ন দেখা, হস্তমৈথুন করা)?" ইত্যাদি।
তাহলে জবাবটা এমনভাবে দিবেন যে, যাতেকরে গোনাহকে স্বীকারও করতে হয় না এবং মিথ্যা বলাও হয় না।
কেউ আপনার সাথে তার কন্যার বিবাহ দিবে। সে তাই আমাকে সওয়াল করলো, "তোমার কোনো বাজে অভ্যাস (যেমন পর্ন দেখা আছে) কি না?" আপনার এ অভ্যাস থেকে বাঁচার তীব্র ইচ্ছা আছে।
তখন আপনি তাকে সত্য না জানালেও তার সাথে কোনো প্রতারণা হবে না।
আপনি মূর্খতাবসত পূর্বে যে গুনাহগুলোর কথা প্রকাশ করেছেন, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।