আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
হয়রত আমি চন্দা,কালিয়াকৈর, গাজীপুরে চাকরীকরি এবং চন্দাতে ফ্যামেলিসহ থাকি। আমার স্থায়ী বাড়ি পাবনা সদরে। আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ২০ কি.মি। চন্দা থেকে বাড়ি যাওয়ার পথে আগে শ্বশুর বাড়ি পাওয়া যায়। শ্বাশুর বাড়িতে ১ অথবা ২ দিন অবস্থান করলে,আমার এবং আমার স্ত্রীর নামাজের বিধান কি হবে? আবার আমার বাড়ি থেকে চন্দা যাওয়ার পথে শ্বশুর বাড়িতে ১ অথবা ২ দিন অবস্থান করলে,আমার ও আমার স্ত্রীর নামাজের বিধান কি হবে?
নিবেদক
মোঃ আলমগীর হোসেন