আসসালামু আলাইকুম হুজুর,
গতিদন প্রশ্ন করেছিলাম:
https://ifatwa.info/78981/
আমি তখন একা রুমের ভিতর এবং বাথরুমে তোমাকে তালা* দিবো বা দিলাম। দিবো/ দিলাম, দিবো/দিলাম, দিবো-দিলাম, দিবো আর দিলাম এরকম করে করে উচ্চারণ করতে ছিলাম নিশ্চিত হওয়ার জন্য যে অতিতে কখোনো এরকম শব্দ লিখেছিলাম বা বলেছিলাম নাকি। কিন্তু উচ্চারণ করে করে মনে করার অনেক চেষ্টার পরও আমি অতিতের কোন কিছু মনে করতে পারি নি।
আপনি উত্তরে বলেছেন আমি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত।তাই কোন সমস্যা হবে না।নিশ্চিন্ত থাকতে বলেছেন
হুজুর,এই ঘটনা আমার চার পাচ মাস আগের। আর চার-পাচ মাস আগে আমি কোন ওয়াসওয়াসাতে আক্রান্ত ছিলাম না।
আমি গতদিনের প্রশ্নে এই দুইটা কথা তখন যোগ করি নি।একা একা রুম এবং বাথরুমে তোমাকে তালা* দিবো/দিলাম,দিবো/দিলাম,দিবো/দিলাম এভাবে উচ্চারণ করার মুল দুইটা কারন ছিলো:-
প্রথমত : আমি ইউটিউবে তালা** ফতোয়া দেখছিলাম। সেখানে হুজুর বলেছে দিবো ভবিষ্যৎ শব্দে কিছু হয় না। দিলাম বললে হবে৷ তাই আমি অতিতে দিবো না দিলাম বলেছিলাম নাকি তা একা রুমের ভিতর এবং বাথরুমে গিয়ে উচ্চারণ করে মনে করার চেষ্টা করছিলাম। কিন্তু সঠিক কোনকিছু মনে করতে পারি নি।
দ্বিতীয়ত : হুজুর আপনাদের সাইটে ফতোয়া লিখেছেন যে অতিতের কথা মনে করার চেষ্টা করেন যদি মনে না করতে পারেন মন থেকে বাদ দিয়ে দিবেন। তাই আমি একা রুমের ভিতর আর বাথরুমে তোমাকে তালা* দিবো এবং দিলাম উচ্চারণ করে এভাবে মনে করার চেষ্টা করেছি। কিন্তু তখন অনেক চেষ্টার পরও কিছু মনে করতে পারি নি।
তাই, আমি একা রুমের ভিতর বা বাথরুমে ওরকম করে তোমাকে তালা* দিবো আর দিলাম উচ্চারণ করার মুল কারন ছিলো নিশ্চিত হবার জন্য।কিন্তু উচ্চারণ করে করে অনেক চেষ্টা করার পরও অতিতের কোন কিছু মনে করতে পারি নি সঠিক ভাবে।
হুজুর, এছাড়া আমার আর কোন উদ্দেশ্য ছিলো না।
আর হুজুর আমার চার-পাচ মাস আগে আমার তেমন ওয়াসওয়াসা ছিলো না। আমার ওরকম উচ্চারণ করার মুল কারন ছিলো অতিতের কাহিনি মনে করার জন্য। কিন্তু কিছুই মনে করতে পারি নি।
হুজুর এর জন্য কি সমস্যা হবে??? আমি কি এসব দুশ্চিন্তা বাদ দিয়া দিবো???