ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বিছানার ওপর বিছিয়ে রাখা রেক্সিনকে যখন সম্ভব ধৌত করবেন।আর যখন সম্ভব হবে না,তখন কাপড় দ্বারা মুছে শুকিয়ে পৃথক এমন কোনো স্থানে রেখে দিবেন।যেখানে অন্য কোনো তরল জাতীয় কিছুর সাথে মিশে কোনো কিছুকে নাপাক করতে না পারে। রেক্সিনে যেহেতু আপনি নামায পড়বেন না, তাই এটাকে সদা সর্বদা পবিত্র রাখা জরুরী নয়।
(২)
إنْ غَسَلَ ثَلَاثًا فَعَصَرَ فِي كُلِّ مَرَّةٍ ثُمَّ تَقَاطَرَتْ مِنْهُ قَطْرَةٌ فَأَصَابَتْ شَيْئًا إنْ عَصَرَهُ فِي الْمَرَّةِ الثَّالِثَةِ وَبَالَغَ فِيهِ بِحَيْثُ لَوْ عَصَرَهُ لَا يَسِيلُ مِنْهُ الْمَاءُ فَالثَّوْبُ وَالْيَدُ وَمَا تَقَاطَرَ طَاهِرٌ وَإِلَّا فَالْكُلُّ نَجِسٌ. هَكَذَا فِي الْمُحِيطِ.
যদি কেউ কাপড়কে তিনবার ধৌত করে,এবং প্রত্যেকবার নিংড়ায়, অতঃপর কাপড় থেকে পানির ফোটা কোনো জিনিষে পড়ে, যদি তৃতীয়বার ভালভাবে নিংড়ানো হয়ে থাকে,এমনভাবে যে এরপর আর নিংড়ালে কোনো পানি বের হবে না,তাহলে কাপড় থেকে যে পানি পড়বে,সেই পানি ও কাপড় এবং হাত কোনো কিছুই নাপাক বলে বিবেচিত হবে না।আর যদি নিংড়ানো না হয়ে থাকে,তাহলে তিনবার ধৌত করার পরও কাপড় থেকে ফোট ফোটা করে পরে যাওয়া পানি নাপাক বলেই গণ্য হবে। ( ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাচ্ছাদের প্রত্যেকটি কাপড়কে পৃথক পৃথক ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই বরং সবক'টি কাপড়কে এক সাথে তিনবার ধৌত করে নিলেই হবে।
(৩)
বাচ্ছারা কি নামায পড়বে যে তাদেরকে বারংবার গোসল করাতে হবে? তাদের শরীর মুছে নিলেই হবে।
(৪)
ইমাম সাহেবের মাঝ বরাবর থেকে দাড়ানো উচিৎ।