আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
188 views
in সালাত(Prayer) by (56 points)
আসসালামু আলাইকুম
১. ঈদের নামাজ পড়া অবস্থায় ইমামের অজু ভেঙে গেলে সে কি করবে? মুক্তাদীর অজু ভেঙে গেলে কি করবে?

২. ইমাম অতিরিক্ত তাকবীর না দিলে মুক্তাদী কি লোকমা দিতে পারবে?
৩. প্রথম রাকাতে ইমাম যদি রুকু থেকে উঠার পর বা সেজদায় যাওয়ার পর অতিরিক্ত তাকবীরের কথা স্বরণ হয় তাহলে কি অতিরিক্ত তাকবীর আবার দিতে হবে নাকি সাহু সিজদা দিলেই হবে? আর দ্বিতীয় রাকাতে এমন পরিস্থিতি হলে কি করবে?

1 Answer

+1 vote
by (598,080 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঈদের নামাজ পড়া অবস্থায় ইমামের অজু ভেঙ্গে গেলে তিনি অন্যজনকে ইমাম বানিয়ে অজু করে এসে নামাযে শরীক হবেন।নামায শেষ হয়ে যাওয়ার আশংকা থাকলে তায়াম্মুম করে এসে নামাযে শরীক হবেন।

মুক্তাদীর অজু ভেঙ্গে গেলে অজু করে আসবেন।নামায শেষ হওয়ার আশংকা থাকলে তায়াম্মুম করে নামায পড়ে নিবেন।

البحر الرائق: (166/1، ط: دار الکتاب الاسلامی)
(قوله: أو عيد ولو بناء) أي يجوز التيمم لخوف فوت صلاة عيد ولو كان الخوف بناء لما بينا أنها تفوت لا إلى بدل، فإن كان إماما ففي رواية الحسن لا يتيمم وفي ظاهر الرواية يجزئه؛ لأنه يخاف الفوت بزوال الشمس حتى لو لم يخف لا يجزئه

الھندیة: (31/1، ط: دار الفکر)
ولا يجوز للمقتدي إن لم يخف فوت الصلاة لو توضأ وإلا يجوز.

خلاصة الفتاویٰ: (40/1، ط: رشیدیة)
واما صلاة العيد اذا سبقه الحدث في الجبانة ان كان قبل الشروع في الصلاة ان كان يرجو ادراك شئي من الصلاة لا يباح التيمم وان كان لا يرجو يباح.

(২)ইমাম অতিরিক্ত তাকবীর না দিলে মুক্তাদী লোকমা দিতে পারবে।

(৩)প্রথম রাকাতে ইমাম যদি রুকু থেকে উঠার পর বা সেজদায় যাওয়ার পর অতিরিক্ত তাকবীরের কথা স্বরণ হয়, তাহলে স্বরণ হওয়ার সাথে সাথেই অতিরিক্ত তাকবীর দিতে হবে। তবে শেষে সাহু সিজদা দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
Uttor pelam na
by (598,080 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
৩. তাকবীর কি সিজদার মধ্যে জোরে দেবে নাকি নিম্নস্বরে দেবে?
by (598,080 points)
নিম্নস্বরে দিবে। জাযাকুমুল্লাহ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 630 views
...