আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কুরবানীর পশুর যদি দাত না উঠে, কিন্তু বিক্রেতা নিজস্ব জবানের মাধ্যমে সম্পূর্ণ আশ্বস্ত করেন যে, গরুর আড়াই বছর বয়স। কিন্তু দাত উঠে নি।
উল্লেখ্য যে, গরু বাজার থেকে কিনে নিয়ে আসার মাঝপথে কেও একজন বলেন গরুর নাকি দাত নাই। পরবর্তীতে গরু সহ বিক্রেতার কাছে নিয়ে গেলে, বিক্রেতা বলেন দাত না উঠতে পারে, কিন্তু বয়স আড়াই বছর। আর যদি গরু ফেরত দিয়ে টাকা নিয়ে চান, তাহলে টাকা ফেরত দিতে রাজি ছিলেন।
এমতাবস্থায়, আমাদের এক পরিচিত ভাই, যিনি মুফতি মাওলানা। উনি বলেন, দাত যদি নাও উঠে বয়স দুই হলেই কুরবানী হয়ে যাবে, ইং শা আল্লাহ্।
তাই, গরু নিয়ে বাসায় আনা হইছে।
আমার প্রশ্ন হলো, কুরবানী সঠিক হবে তো??? যেহেতু দাত নেই, কিন্তু বয়স দুই এর উপর।
উল্লেখ্য যে, বাজারে এ ব্যাপারে মোটামুটি অনেকেই বলেছেন দুই এর উপর বয়স হবে এইটা শিউর।
জাযাকাল্লাহ।