আসসালামু আলাইকুম ,
১)আমি অতীত নিয়ে সন্দেহ করতে করতে আমি ওয়াসওয়াসার রোগী হয়ে গেছি। আমার সারাদিন শুধু অতীত এর চিন্তায় মগ্ন থাকি। আমি অতীতে স্ত্রীকে কি বলেছি না বলেছি বলে যদি থাকিও কোন নিয়তে বলেছি কিছুই মনে নেই। আমার মনে সারাদিন শুধু ভয় কাজ করে। আল্লাহ যদি পাকড়াও করেন আমাকে। আমাকে সবাই বলতেছে অতীত নিয়ে টেনশন না করে ভবিষ্যতের দিকে সতর্ক হতে,কিন্তু আমার মনে শয়তানী ওয়াসওয়াসা সারাক্ষন আসতে থাকে। আমার করনিয় কি?
২) স্ত্রীকে কৃপন বলা , তোমার রুচি নাই ,ছোটলোক,মিথ্যুক বলা, এসব কথা বললে কোন নিয়ত না থাকলে সমস্যা হবে । আমার কাছে তো মনে হচ্ছে এসব কেনায়া বাক্যই না। আমার কাছে মনে হয় যে এসব কটাক্ষ জাতীয় বাক্য, মানে স্ত্রীকে ছোট করে কথা বলা।
৩) অতীতে কোন দিন যদি আমি নিয়ত করতাম তাহলে তো আমার মনে থাকতো । যেহেতু মনেই নেই কি বলেছি অতীতে ,আমার কাছে মনে হয় কোনদিন আমি নিয়ত করিনি কেনায়া বাক্যের ব্যাপারে। আমিকি এটা ভেবে নিশ্চিত থাকতে পারি? যেহেতু কি বলেছি না বলিছি কোন কিছুই মনে নেই, নিয়ত মনে নেই, কোন কথাই মনে নেই শুধু সন্দেহ । মনে যদি কোন সন্দেহ আসে আমি যদি চিন্তা করি যে সন্দেহের ভিত্তিতে কোন কিছু পতিত হয় না, আমার কোন দিন নিয়ত ছিলো না , আর কোন কথাই যেহেতু মনে নেই নিয়ত ও মনে নেই আর নিয়ত ভূলে গেলেও যেহেতু কোন কিছু পতিত হবে না ,যদি এতটুকু বুঝতে পারি তাহলে সেই ব্যাপারে কি নতুন করে প্রশ্ন করা কোন প্রয়োজন আছে?