আসসালমুআলাইকুম হুজুর,
হুজুর আমার ভয় এ জান শেষ হয়ে যাচ্ছে । আমি তালাক কথা টা বলেছি বা শর্ত তালাক নিয়ে কিছু বলেছি। কিন্তু কখন বলেছি সেটা মনে পড়ছে না।
ঘুমের মধ্যে বলেছি, নাকি স্বপ্নে বলেছি , নাকি বাস্তবে বলেছি সেটা মনে পড়ছে না। কিছুতেই মনে পড়ছে না । স্ত্রীর সঙ্গে এমনি একটু মন কষা কষি হয়, দিয়ে আমার সন্দেহ হচ্ছে আমি ঘুমের মধ্যে বলেছি।
স্ত্রী কে জিজ্ঞাসা করলাম সে বললো স্বপ্নে বলেছি তাই বলছে।
হুজুর আমার আমার খুবই ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে, আমি যদি ঘুমের মধ্যে বলি সেটা তো কার্য কর হবে না। আর যদি স্বপ্নে বলি সেটাও কার্যকর হবে না। আর বাস্তবে বলেছি কিনা সেটা তো মনেই পড়ছেনা।
১. হুজুর আমার এমন অবস্থায় এক্ষেত্রে কি তালাক হবে?
২. হুজুর যখন ওই কথাটা বলি তখন মনে মনে এমন হয়েছে ঘুমের মধ্যে তো এই সব কিছু হয়না এই রকম মনে হয়েছিল। হুজুর যদি আমি স্ত্রীর ওপর রেগে ঘুমের ঘোরে তালাক কথা টা বলি তাহলে কি তালাক হবে? বা সর্ত তালাক হবে?
৩. হুজুর আমি বাস্তবে বলেছি কিনা মনে পড়ছে না তাহলে কি কোনো তালাক হবে?
৪. হুজুর আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো? একটু চিন্তা মুক্ত করুন। আমাকে এইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না তো?
৫. হুজুর আমার এই সব বিষয় এ যদি সন্দেহ হয়, যে তালাক হলো নাকি এই রকম চিন্তা হলে কি করবো? হুজুর আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?
৬। স্বপ্নে যদি তালাক কথা টা বলি তাহলে কোনো তালাক হবে না তাই না?