আমার একটি মোবাইল ফোন হারিয়ে যাবার পর থানায় জিডি করি। তার ২ মাস পর মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে কর্তব্যরত জিডি অফিসার ফোনটি উদ্ধার করতে সমর্থ্য হন।
ফোনটি ফেরত আনতে থানায় গেলে জিডি অফিসার বেশ কিছু টাকা দাবি করেন, যদিও বিনয়ের সাথেই তা করেছিলেন। অনেকক্ষণ বার্গেনিং এর পর আমি অবশেষে ১৫০০ টাকা দিয়ে সেখান থেকে ফোনটি নিয়ে বেরিয়ে আসি।
তিনি আরো টাকা চাচ্ছিলেন এবং আমাকে ছাড়তে চাচ্ছলেন না। তাই আসার সময় আমি বলে আসি যে সামনের মাসে বেতন পেলে ইনশাআল্লাহ ৫০০ টাকা বিকাশে পাঠিয়ে দেবো, কিন্তু তিনি বলেন যে ১০০০ টাকা পাঠিয়ে দিয়েন। আমি সবশেষে তার এই কথার জবাবে কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসি আর মনে মনে ঠিক করে রাখি যে ৫০০ টাকা দিয়ে দেবো।
এমতাবস্থায় আমার কি তাকে ৫০০ টাকা পাঠানো জায়েয হবে? এটা কি ঘুষের পর্যায়ে পড়বে? আর আমি যদি তাঁকে সেই টাকা না দেই তাহলে কি জবান/ওয়াদার বরখেলাপ হবে? যেহেতু তাঁকে বলে এসেছিলাম যে ৫০০ টাকা পাঠিয়ে দেবো।
উল্লেখ্য ঐ ১৫০০ টাকা না দিলে হয়তো ফোনটা সেদিন ফেরত আনাই সম্ভব হতো না। আর সেই ঘটনার পর প্রায় এক মাস পেরিয়ে গেছে, ঐ অফিসার আমার সাথে আর যোগাযোগ করেন নি বা ফোন করে টাকা দাবি করেন নি।