আমার পরিচিত এক বোনের প্রশ্ন-
আমার চাচা বিভিন্ন ব্যাংক লোন, এনজিও লোন, জমি বন্ধক সহ অনেক ঋণে জর্জরিত। সে তার জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতে চাচ্ছে। কিন্তু এই মুহুর্তে কেউ জমি নিতে চাচ্ছে না।নিতে চাইলেও অর্ধেক দাম করতেছে। পাওনাদারদের জ্বালায় বেচারার হার্ট অ্যাটাক করার অবস্থা। আমি একটা ছোটো সরকারি চাকরি করি। এখন সে আমাকে অনুরোধ করে বলতেছে, আমি যদি ৭/৮ লাখ পরিমান টাকা তাকে ব্যাংক থেকে লোন নিয়ে দেই তাহলে সে উপকৃত হতো। এর মধ্যেই সে ন্যায্য দাম পেলে জমি বিক্রি করে আমাকে টাকা দিবে। তখন আমি একবারে লোন শোধ করে দিতে পারবো। আমাদের পরিবারে সবাই নামাজ - রোজা করলেও দ্বীন সম্পর্কে, হারাম হালাল সম্পর্কে এতটা মেনে চলেনা। এখন আমি একা একটা মেয়ে হয়ে কিছু বলতেও পারছি না, করতেও পারছি না। এই অবস্থায় কি আমি লোন করে দিতে পারবো? একটু জানাবেন ইনশাআল্লাহ।