আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+3 votes
965 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
আসসালামু আলাইকুম,

১.কবরে বাসের তৈরি বেড়ায় কি মৃত ব্যাক্তির নাম ফলক লাগানো যাবে?
২. কবরে কি গাছ লাগানো যাবে। কবরে লাগানো গাছ কি মৃত ব্যাক্তির জন্য জিকির করে?

1 Answer

+1 vote
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো পাথরের উপর মৃত ব্যক্তির নাম ঠিকানা খোদায় করে লিখে কবরের কাছে রাখা জায়েজ আছে। 
তবে এর জন্য কবরকে বা কবরের আশে পাশ দিয়ে পাকা করা কোনো ভাবেই জায়েজ নেই। 
(কিতাবুন নাওয়াজেল ৬/১৩৮.
আহসানুল ফাতওয়া ৪/২০৯)

হাদীস শরীফে এসেছেঃ  

عن جابر رضي اللّٰہ عنہ قال: نہیٰ رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم عن تجصیص القبور والکتاب فیہا والبناء علیہا والجلوس علیہا۔ (المستدرک للحاکم ۱؍۵۲۵ رقم: ۱۳۷۰)

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ববরে চুনকাম করতে, এর উপর ঘর বানাতে এবং বসতে নিষেধ করেছেন। 
(মুসলিম ৯৭০, ইবনু আবী শায়বাহ্ ১১৭৬৪, ইরওয়া ৭৫৭, মুসান্নাফ ইবনু ‘আবদুর রাযযাক্ব ৬৪৮৮।)

عن المطلب قال: لما مات عثمان بن مظعون رضي اللّٰہ عنہ أخرج بجنازتہ، فدفن، فأمر النبي صلی اللّٰہ علیہ وسلم رجلاً أن یأتیہ بحجر فلم یستطع حملہ فقام إلیہا رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم وحسر عن ذراعیہ الخ، ثم حملہا فوضعہا عند رأسہ وقال: أتعلم بہا قبر أخي وأدفن إلیہ من مات من أہلي۔ (سنن أبي داؤد ۲؍۴۵۷)
সারমর্মঃ এই হাদীসে রাসুল সাঃ একটি পাথর মুরদাহ  এর মাথার কাছে রেখে দিলেন,তার পরিচয় তার পরিচিতজন জানতে পারে।   

وفي الظہیریۃ: ولو وضع علیہ شيء من الأشجار أو کتب علیہ شيء فلا بأس بہ عند البعض…الخ، والحدیث المتقدم یمنع الکتابۃ فلیکن المعول علیہ، لکن فصل في المحیط، فقال: وإن احتیج إلی الکتابۃ حتی لا یذہب الأثر ولا یمتہن فلا بأس بہ، فأما الکتابۃ من غیر عذر فلا۔ (البحر الرائق ۲؍۱۹۴ کوئٹہ، ۲؍۳۴۰-۳۴۱ زکریا)
সারমর্মঃ যদি কবরের উপর কোনো গাছ অথবা কোনো কিছু লেখা হয়,তাহলে কোনো সমস্যা নেই। 
    
ولا بأس أیضاً بالکتابۃ في حجر صین بہ القبر ووضع علیہ لئلا یذہب الأثر فیحترم للعلم بصاحبہ۔ (طحطاوي علی المراقي، أحکام الجنائز / فصل في حملہا ودفنہا ۶۱۱-۶۱۲ دارالکتاب، ۳۳۶ کراچی) 
সারমর্মঃ যদি কবরের উপর কোনো পাথরে কিছু লেখা হয়,তাহলে কোনো সমস্যা নেই। 

لا بأس بالکتابۃ إن احتیج إلیہا حتی لا یذہب الأثر ولا یمتہن- فإن أئمۃ المسلمین من المشرق إلی المغرب مکتوب علی قبورہم وہو عمل أخذ بہ الخلف عن السلف ویتقوی بما أخرجہ أبوداؤد بإسناد جید أن رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم حمل حجراً فوضعہا عند رأس عثمان بن مظعون۔ (شامي ۳؍۱۴۴ زکریا، سنن أبي داؤد ۲؍۴۵۷)
সারমর্মঃ  যদি প্রয়োজন হয়,তাহলে কবরে লিখতে কোনো সমস্যা নেই। 

ویسن کتابۃ اسم المیت لا سیما الصالح لیعرف عند تقادم الزمان؛ لأن النہي عن الکتابۃ منسوخ کما قالہ الحاکم أو محمول علی الزائد علی ما یعرف بہ حال المیت، وفي قولہ: ’’یسن‘‘ محل بحث، والصحیح أن یقال: إنہ یجوز۔ (مرقاۃ المفاتیح / باب دفن المیت ۴؍۱۶۶ تحت رقم: ۱۷۰۹بیروت)
খাছ করে নেককার দের নাম ঠিকানা কবরের উপর লেখা সুন্নাত।
,
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত ""কবরে বাসের তৈরি বেড়ায় মৃত ব্যাক্তির নাম ফলক লাগানো জায়েজ আছে।
,
(০২)

যদি কারো অন্তর বেদআত-রুসুমাত থেকে পবিত্র থাকে, তাহলে তার জন্য রাসূলুল্লাহ সাঃ এর পদ্ধতির অনুসরণ মূলক সে বৃক্ষরোপণ করতে পারে।বিশেষ করে যদি নিজস্ব পারিবারিক কোনো কবরস্থান থাকে।

বিস্তারিত জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...