ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামীর সাথে সম্পর্ক স্বাভাবিক হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দু'আ করুন। সালাতুল হাজত পড়ে দু'আ করুন। সালাতুল হাজতের নিয়ম জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1453
একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪ নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি স্বামীর মনোভাবকে বুঝার চেষ্টা করুন। সে কি রকম মেয়ে চায়, সেটা বুঝার চেষ্টা করুন। তারপর পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করুন। তার সামনে সুগন্ধি মেখে সর্বদা সুজ্জিত হয়ে থাকুন।হাত মেহেদি ও মুখে হাসি নিয়ে তার সাথে সাক্ষাৎ করুন। তার চয়েজ অনুযায়ী তার সামনে কাপড় পরিধান করুন। ঘুমানোর পর তার হাত পা কে ধাবিয়ে দিন।ইনশা'আল্লাহ পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হবে। আল্লাহ আপনার সহায় হোক। আমীন।