১. আমি একটি প্রতিষ্টানে ইংরেজি পড়াই, সেখানে একটা প্রশ্ন থাকে যেখানে, একটা ইংরেজি গল্প এলোমেলো থাকে আর এটা সাজিয়ে লেখা লাগে। আমি পরীক্ষার জন্য প্রশ্ন বানানোর জন্য একটা গ্রীক গল্প দিয়ে দেই, যেখানে একটি লাইন ছিলো " একজন জ্ঞানী দেবতা তার আশা পুরন করলেন" এটা পড়ানের সময় যদিও তাদের বলেছি এসব গ্রীক গল্প তাই দেব দেবী এসব লিখা৷ পরে প্রশ্নে এই গল্প দেওয়ার পরে, মনে হলো এই লাইন বদলানো দরকার, (যদিও একজন মুফতির সাথে পরামর্শ করেছিলাম তিনি বলেছিলেন এভাবে আকিদা ঠিক রেখে প্রশ্ন করলে কুফর হবেনা) তাও বদলাতে কিছু দিন লেট করি ততো দিন এই প্রশ্ন সেভাবেই লেখা ছিলে এবং কিছু দিন পরে এই লাইন কেটে ইংরেজিতে লিখি, " গড তার ইচ্ছে পূরন করলেন"
*লেট করে এটি ঠিক করায় কি কুফর হবে?*
২. "গড তার ইচ্ছে পূরন করলেন" এইটা লিখার সময় ভেবেছিলাম এখানে হয়তো আল্লাহ পূরন করেছেন এমন বুঝা যাবে। কিন্তু আজকে মনে হলো এভাবে বললে কি আল্লাহ কে নিয়ে মিথ্যে বলা হয়!৷ এখন কি করতে পারি এই লাইন প্রশ্নে কি এভাবে রাখলে আমার ইমানে সমস্যা হবে?
৩. সোলাইমান (আা:) কে আল্লাহ এতো সম্পদ দিয়েছেন যা আগেও কাওকে দেননি পরেও কাওকে দিবেন না, এই কথা কি সঠিক? একজন আলেমের থেকে শুনেছিলাম মনে হচ্ছে ভালো করে জানিনা।
৪. আমার প্রায়ই বলেন ভালো কাজের আগে ওলি আউলিয়ার (মৃত) তাদের কাছে দোয়া চাইতে( যাতে তারা আমার জন্য দোয়া করেন,এই উদ্দেশ্য) ৷ কিন্তু তারা তো মারা গেছেন তারা কি দোয়া করতে পারেন?তার এই ধারনার জন্য কি তিনি কাফের হয়ে যাবেন?
৫. কেও যদি বলে "দিনের প্রথম কাস্টমার লক্ষি" এভাবে বললে কি কুফর হবে?
৬. একটা সমতল জায়গায় মানুষ ওযু করে, সেখানে টেপের পানির ছিটা পায়ে, কাপড়ে লাগলে তা কি নাপাক হতে পারে?