আসসালামু আলাইকুম
১)বান্দার হক নস্ট করলে তহ বান্দা থেকে মাফ নিতে হয় জানি,তাহলে আমি কি বলে বান্দার কাছে মাফ চাইব? "আপনার সব হক নস্টের জন্যে আমাকে মাফ করবেন"
এইটুকু বললেই কি হবে নাকি আলাদা করে বলতে হবে যে আমি তার নামে গিবত করেছিলাম,বা অন্য জেকোন হক তাহলে কি খালি হক নস্টের মাফ চাইলে হবে? নাকি সব খুলে বলতে হবে? খুলে বললে হয়ত ফিতনা হতে পারে তাহলে কিভাবে মাফ চাইব?
২) আমাদের গ্রুপ স্টাডির সময় আমার ধারা ভুলে ভয়েস বের হয়ে যায় এতে সাথে সাথে আমি কেটে দিলেও একটু টাইম ভয়েস শুনেফেলেছেন আমার মাহরাম, এখন কিভাবে মাফ চাইব? সব খুলে বলব নাকি খালি হক নস্টের এই বেপার?