জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَ لَا تَحۡلِقُوۡا رُءُوۡسَکُمۡ حَتّٰی یَبۡلُغَ الۡہَدۡیُ مَحِلَّہٗ ؕ
আর তোমরা মাথা মুন্ডন করো না যে পর্যন্ত হাদঈ তার স্থানে না পৌছে।
(সুরা বাকারা ১৯৬)
★হজ্ব অথবা উমরাহ কারী যখন হজ্ব অথবা উমরার সমস্ত কাজ হতে ফারেগ হয়ে যাবে,এবং তার জিম্মায় যদি শুধু মাথা হলক বাকি থাকে,এমন লোক নিজের মাথাও নিজেই হলক করতে পারবে,অন্য মুহরিম দ্বারাও হলক করিয়ে নিতে পারবে।
এতে কোনো কিছুই আবশ্যক হবেনা।
لباب المناسک:
"(واذا حلق ) أي المحرم (راسه) اي راس نفسه (او راس غيره) أي ولو كان محرما (عند جواز التحلل) أي الخروج من الاحرام باداء افعال النسك ( لم يلزمه شيئ)"
(باب مناسک منی فصل فی الحلق و التقصیر ص نمبر ۳۲۴،مکتبہ امدادیہ)
সারমর্মঃ-
মুহরিম নিজের মাথা হলক করতে পারবে,অন্যের মাথাও হলক করে দিতে পারবে,যদিও সে ইহরাম অবস্থায় থাকে। এক্ষেত্রে তার উপর কিছুই আবশ্যক হবেনা।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ইহরামরত অবস্থায় হজ্ব/উমরার সমস্ত কাজ শেষ করার পর অন্য ব্যক্তির চুল মুন্ডন করা যাবে এবং হালাল হওয়ার জন্য নিজের মাথা নিজে মুন্ডন করতে পারবে। (ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই একই বিধান। )