আসসালামু আলাইকুম হুজুর,
আমি আপনাকে প্রশ্ন করছিলাম সন্দেহ আর ওয়াসওয়াসা নিয়ে :
https://ifatwa.info/76184/?show=76184#q76184
আপনি বলছিলেন কোন সমস্যা নাই। তাই নিশ্চিন্তে ছিলাম।
এখন আবার মনের ভিতর ওয়াসওয়াসা আর সন্দেহ তৈরি হলো যে আমার বন্ধুদের জিজ্ঞেস করবো নাকি।।।
আমার অতিতের কোন কিছুই সঠিক মনে নাই। আমি আগে বন্ধুদের দের সাথে বাহিরে ঘুরতে গেলে বা পার্কে গেলে, কোন রেস্টুরেন্টে খেতে গেলে খাবার ভালো না লাগলে বন্ধুদের সামনে বলতাম,ডিভোর্স দিলাম,,রেস্টুরেন্টকে উদ্দেশ্য করে। জায়গাটা ভালো না লাগলে সেইম কথাটা বলতাম।। বা কেউ খারাপ হইলেও বন্ধুদের সামনে ওভাবে বলতাম ডিভোর্স দিলাম ঐ লোকটারে। স্ত্রীকে কখোনো ওসব বলি নাই এটাই আমার মনের প্রবল ধারনা।
আপনি বলেছেন কোন সমস্যা নাই। এখন আমার মনে অন্য একটা ওয়াসওয়াসা তৈরি হয়েছে যে বন্ধুদের এ বিষয়ে জিজ্ঞেস করবো নাকি।
প্রশ্ন ১ : হুজুর আমার অতিতের কোন কথাই মনে নাই। বন্ধুদের সামনে ওরকম কথা বলে থাকলেও অতিতের কথা কারোরই মনে না থাকার কথা। আমরা এক সপ্তাহ তো বাদ ই দিলাম গতদিন বন্ধুরা মিলে কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম তাই সবকিছু মনে করতে পারবো না ঠিকমতো৷ আসলে চলতে ফিরতে ঘুরতে কতো কথায় বলা হয় বন্ধুদের সাথে। মনে না থাকারই কথা। আমার একজন হিন্দু বন্ধু আছে আর দুইজন মুসলমান। এখন ওদেরকে এ সব বিষয়ে জিজ্ঞেস করলে যে আমি অতিতে কোন ডিভো** শব্দ এরকম বলেছিলাম নাকি,,,,,তাহলে তো ওরা হাসাহাসি করবে বা ইয়ারকি ফাজলামি করে মিথ্যা কথা বানিয়েও বলতে পারে।হিন্দু বন্ধুকে জিজ্ঞেস করলে ও তো আরো হাসাহাসি করবে আর মিথ্যা কাহিনি ও তৈরি করতে পারে।। কারন যেখানে আমার নিজের ই অতিতের কথা কিছু মনে নাই। ওদের তো থাকবেই না। তারপর এ নিয়াও ওয়াসওয়াসা হচ্ছে যে বন্ধুদের জিজ্ঞেস করবো নাকি। কারন পার্কে বিভিন্ন জায়গায় হাসি ঠাট্টা করে কতো কথাই রোজ বলা হয়। আসলে এগুলা আমার মনের ওয়াসওয়াসা। আমার অতিতের কথা আমার বন্ধুদের কিভাবে মনে থাকবে,মনে না থাকারই কথা !! যেখানে অতিতের কোন কথা আমারই সঠিক কিছু মনে নাই..!!! তাই বর্তমানে বন্ধুদের জিজ্ঞেস করাটাও একটা মিথ্যা কাহিনি বা হাসাহাসির পর্যায়ে চলে যেতে পারে।
এজন্য, হুজুর আমি কি এ বিষয়ে কাউকে বা আমার বন্ধুদের জিজ্ঞেস না করে মন থেকে এসব বাদ দিয়া দিবো????
প্রশ্ন ২: হুজুর আমার নিজেরই অতিতের কথা যখন আমার মনে নাই, আমার অতিতের চলতে ফিরতে কথা অন্য কারো মনে থাকবে না স্বাভাবিক।আমার তালা*** মাসালা দেখে বর্তমানে সন্দেহের জন্য ওয়াসওয়াসা হচ্ছে যে,আমি অতিতে তালা** কোন শব্দ বলেছিলাম নাকি তাদের সামনে।
এখন হুজুর, আমি অতিতে তালা** কোন কথা বলেছিলাম নাকি তাদের সামনে এ বিষয়ে আমি আমার বন্ধু, স্ত্রী বা দুনিয়ায় কাউকে জিজ্ঞেস না করে মন থেকে এসব সন্দেহ বাদ দিয়ে দিবো????