আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
142 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।

উস্তাদ আমার ছেলের আকিকা কুরবানির গরুতে ১ভাগ দিয়েছিলাম।
আমরা জানি যে, ছেলেদের ক্ষেএে ২টা খাসি দিতে হয়। সেক্ষেত্রে আমার ছেলের আকিকা পূর্ণ হয়েছে কিনা জানতে চাই?

1 Answer

+1 vote
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
চার মাযহাব সম্বলীত সর্ববৃহৎ ফেক্বাহী গ্রন্থ 
"আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায়(৩০/২৮০) "এ বর্ণিত রয়েছে,
" وذهب الشافعية والحنابلة إلى أنه يستحب أن يعق عن الذكر بشاتين متماثلتين ، وعن الأنثى بشاة ؛ لحديث عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم: ( أمرهم عن الغلام شاتان مكافئتان وعن الجارية بشاة ) . ويجوز العق عن الذكر بشاة واحدة؛ لحديث ابن عباس رضي الله عنهما ...وذهب الحنفية والمالكية إلى أنه يعق عن الغلام والجارية : شاة شاة ؛ وكان ابن عمر رضي الله تعالى عنهما يفعله..." انتهى.
শাফেয়ী এবং হাম্বলী মাযহাব মতে ছেলের জন্য সমান সমান দুইটি ছাগল দ্বারা আকিকা করা এবং মেয়ের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করা মুস্তাহাব।কারণ হিসেবে তারা হযরত আয়েশা রাযি এর হাদীস উল্লেখ করেন,যেখানে রাসূলুল্লাহ সাঃ ছেলের জন্য দু'টি এবং মেয়ের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করার নির্দেশ প্রদান করেছেন।হ্যা ছেলে পক্ষ্য থেকে একটি ছাগল দ্বারা আক্বিকা করার কথাও বর্ণিত রয়েছে।যেমন ইবনে আব্বাস রাযি কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসে বর্ণিত রয়েছে। হানাফি এবং মালিকী মাহযাব মতে ছেলে-মেয়ে যে কারো পক্ষ্য থেকে একটি করে ছাগল দ্বারা আকিকা করাই যথেষ্ট হবে।কেননা ইবনে উমর রাযি এমনটা করতেন।

ছেলের পক্ষ্য থেকে একটি ছাগল দ্বারা আকিকা করলেও তা যথেষ্ট হবে।(আহসানুল ফাতাওয়া-৭/৫৩৫) আরো জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1755

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, একটি ছাগল দ্বারাই আকিকার সুন্নত আদায় হয়ে যাবে।তবে ছেলে সন্তানের জন্য মুস্তাহাব হল, দুইটি ছাগল দ্বারা আকিকা করা।

যেহেতু আপনারা গরুর কুরবানির সাত অংশের একটি অংশে আকিকার নিয়ত করেছেন, তাই আকিকা আদায় হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...