ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দাড়ি ব্যতিত শরীরের অন্যান্য অঙ্গের লোম, যেমন হাত বা পায়ের লোম, পুরুষ এবং নারীদের জন্য একেবারে উপড়ে ফেলা বা মুণ্ডন করা নিষেধ নয়। তবে অনুত্তম।
وفى حلق شعر الصدر والظهر ترك الادب، (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/583، طحطاوى على مراقى الفلاح-431
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ছেলেদের চোখের ব্রু এর মাঝখানে লোম উঠিয়ে সৌন্দর্য বর্ধন করা যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/466
(২) ছেলেদের দাড়ি ব্যতিত মুখের অন্যান্য লোম উঠানো যাবে।
(৩)ছেলেদের বুক ও পেটের লোম পুরোপুরি উঠানো যাবে। তবে না উঠানোই উত্তম।
(৪) সহবাসকালে স্ত্রীর বিশেষ অঙ্গে মুখ দেওয়া অপছন্দনীয়। এবং বীর্য খাওয়া হারাম।