ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হজ্বের সফরে গিয়ে প্রথমে অন্যর জন্য ওমরা করার পর আবার মিকাতে এসে ইহরাম বেধে উমরাহ তারপর ঐ ইহরামে হজ্ব করলে সেটা হজ্বে তামাত্তু হিসেবেই আদায় হবে। এতে কোনো সমস্যা হবে না।
غنیۃ الناسک: (ص: 215، ط: ادارۃ القرآن)
وما في اللباب : ولايعتمر قبل الحج ، فغير صحيح؛ لأنه بناء على أن المکی ممنوع من العمرية المفردة ، وهو خلاف مذهب أصحابنا جميعا ؛ لأن العمرة جائزة في جميع السنة بلاكراهة إلا في خمسة أيام ، لا فرق في ذلك بين المكي والآفاقی .
(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১০/৩৯৩)