আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
173 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আ'লাইকুম,

১. সাহু সিজদার পর আবার তাশাহুদ পড়া কি ওয়াজিব?
২.নাবালেগ অপরিণত অবস্থায় কেউ না জেনে না বুঝে অন্যের প্ররোচনায় খেলা মনে করে বেশ কয়েকবার শারীরিকভাবে যিনায় লিপ্ত হলে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই ছেড়ে দিলে ওই নাবালেগের কি গুনাহ হবে? প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ের সময় পাত্র বা পাত্রীকে কি তা জানাতে হবে? যেহেতু ঘটনাগুলো নাবালেগ অবস্থায় হয়েছিল, আল্লাহও তা গোপন রেখেছেন,প্রকাশিত হওয়ার সম্ভাবনাও নেই ইন শা আল্লাহ সেহেতু না জানালে কি তার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (588,060 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
القعدة بعد سجدتي السهو ليست بركن وإنما أمر بها بعد سجدتي السهو ليقع ختم الصلاة بها حتى لو تركها فقام وذهب لا تفسد صلاته، كذا قاله الحلواني، كذا في السراج الوهاج.
সেজদায়ে সাহুর পর বৈঠক করা(তাতে তাশাহুদ এবং দুরুদ শরীফ পড়া) কোনো রুকুন নয়।তবে এর নির্দেশ দেয়া হয়েছে যাতেকরে নামাযের শেষ অধিবেশনটা তাশাহুদ এবং দুরুদ শরীফের দ্বারা সম্পন্ন হয়।সুতরাং কেউ যদি সেজদায়ে সাহু পরবর্তী বৈঠক-কে তরক করে ফেলে,এবং সাথে সাথে সে দাড়িয়ে যায়,এবং নামাযকে ত্যাগ করে চলে যায়,তাহলে এমতাবস্থায় তার নামায ফাসিদ হবে না।হুলওয়ানী রাহ এমনটাই বলেছেন।(আস-সিরাজুল ওয়াহহাজ)
ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১২৬
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/897

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাহু সিজদার পর আবার তাশাহুদ পড়া ওয়াজিব নয়।

(২)
নাবালেগ অপরিণত অবস্থায় কেউ না জেনে না বুঝে অন্যের প্ররোচনায় খেলা মনে করে বেশ কয়েকবার শারীরিকভাবে যিনায় লিপ্ত হলে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই ছেড়ে দিলে ওই নাবালেগের কোনো গুনাহ হবেনা ইনশা'আল্লাহ।  প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ের সময় পাত্র বা পাত্রীকে তা জানানোর কোনো প্রয়োজনিয়তা নাই, এমনকি জানানো জায়েযও হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/906


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 205 views
...