আসসালামু আ'লাইকুম,
১. সাহু সিজদার পর আবার তাশাহুদ পড়া কি ওয়াজিব?
২.নাবালেগ অপরিণত অবস্থায় কেউ না জেনে না বুঝে অন্যের প্ররোচনায় খেলা মনে করে বেশ কয়েকবার শারীরিকভাবে যিনায় লিপ্ত হলে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই ছেড়ে দিলে ওই নাবালেগের কি গুনাহ হবে? প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ের সময় পাত্র বা পাত্রীকে কি তা জানাতে হবে? যেহেতু ঘটনাগুলো নাবালেগ অবস্থায় হয়েছিল, আল্লাহও তা গোপন রেখেছেন,প্রকাশিত হওয়ার সম্ভাবনাও নেই ইন শা আল্লাহ সেহেতু না জানালে কি তার গুনাহ হবে?