আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি উস্তাদ
আমার ছোট বোনের বয়স ১১, ক্লাস ফাইভে পড়ে।
আলহামদুলিল্লাহ ও কয়েকমাস আগেও ভালো ছিলো,, ৫ ওয়াক্ত নামাজ পড়তো,রমজানে সব রোজা রেখেছে,,আমল করতে চাইতো যা শুনতো।হিজাব পড়ে যেতো স্কুলে।
কিন্তু কয়েক মাস ধরে ও এত পরিমান বেয়াদব হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না।
আম্মু আব্বু কে যা নয় তা বলে এমনি আমাকেও।
এইবার রমজানে রোজা রাখেনি সব,,নামাজ অনেক কাযা হচ্ছে নামাজ এমন করে পড়ছে উঠে আর বসে।
এখন সে হিজাব ছেড়ে দিছে আমি অনেকবার বুঝেয়েছি ভালো মত।
কিন্তু সে অজুহাত দেয় গরম লাগে এই সেই।
আমাদের পরিবেশ দ্বীনি পরিবেশ না।আম্মু অনেক বুঝিয়েছে কিন্তু সে তার মতই করছে যা করার।
আজ আমি অতি বিরক্ত হয়ে এসে ওর চুল কেটে দিয়েছি আমি উস্তাদ আর টিকতে পারছিলাম না।
আব্বু কয়েকমাস আগে দেশে এসেছিল তখন থেকেই ও আরও বেয়াদব হচ্ছে আব্বুকে যা নয় তা বলে হেসে কথা উড়ায় দে সে।
এখন আমি তো উস্তাদ বুঝতেছি কি হচ্ছে আসতে আসতে সব পালটে যাবে সবাই ছোট ছোট বলে,, আমাকে বকা দিচ্ছে আমি এত কথা বলি কেন।
ওর হায়েজ এখনো শুরু হয়নি এখন এই অবস্থা।
হায়েজ শুরু হলে ওর অবস্থা কি হবে তা নিয়ে আমি খুব চিন্তিত। আমি ইউনিভার্সিটি জন্য বাসায় থাকি না একা আম্মু থাকে।
এই মুহুর্তে আমার কি করা উচিত জানাবেন।