আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,847 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (86 points)
আসসালামুয়ালাইকুম শায়খ ,মহিলাদের ঘরে তালিমের আদব কি ?তালিমে কিছু বিষয় দেখা যায় ..যেমন পশ্চিম দিকে ফিরে সম্মিলিত মুনাজাত করা ..হাত মোসাফা এর দোআ পড়া ..এগুলো একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় ..জাযাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিহি তা'আলা

781

ওয়া আলাইকুম আসসালাম!

তা'লিমের আ'দব হচ্ছে...........

ওজু সহকারে তা'লিমে বসা।

দিলের কানে আ'মলের নিয়তে শ্রবণ করা।

আত্তাহিয়্যাতুর সূরতে বসা।

সম্মিলিত মোনাজাত জায়েয রয়েছে।তবে সর্বাবস্থায় জরুরী মনে করা বেদআত।

মোনাজাত ওবং মোসাফাহার সাথে তা'লিমের কোনো সম্পর্ক নাই।এগুলি ভিন্ন ভিন্ন পৃথক বিষয়।

মোসাফাহা করা সুন্নত।এবং এ সময়ে নিম্নোক্ত দু'আ পড়া সুন্নত।

মুসাফাহার দু'আ সম্পর্কে বর্ণিত রয়েছে.....

হাদীস শরীফে এসেছে যে-

ﺇﺫﺍ ﺍﻟﺘﻘﻰ ﺍﻟﻤﺴﻠﻤﺎﻥ ﻓﺘﺼﺎﻓﺤﺎ ﻭﺣﻤﺪﺍ ﺍﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻭﺍﺳﺘﻐﻔﺮﺍﻩ ﻏﻔﺮ ﻟﻬﻤﺎ .

যখন দুইজন মুসলিমের সাক্ষাত হয় এবং তারা একে অপরের সঙ্গে মুসাফাহা করে, আল্লাহ তাআলার হামদ ও শোকর করে এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে তো আল্লাহ তাআলা উভয়কে মাগফিরাত দান করেন।’ (সুনানে আবু দাউদ হাদীস ৫১৬৯)

হযরত আনাস রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

ﻣَﺎ ﻣِﻦْ ﻣُﺴْﻠِﻤَﻴْﻦِ ﺍﻟْﺘَﻘَﻴَﺎ ﻓَﺄَﺧَﺬَ ﺃَﺣَﺪُﻫُﻤَﺎ ﺑِﻴَﺪِ ﺻَﺎﺣِﺒِﻪِ ﺇِﻻ ﻛَﺎﻥَ ﺣَﻘًّﺎ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺃَﻥْ ﻳَﺤْﻀُﺮُ ﺩُﻋَﺎﺀَﻫُﻤَﺎ ، ﻭَﻻ ﻳُﻔَﺮِّﻕُ ﺑَﻴْﻦَ ﺃَﻳْﺪِﻳﻬِﻤَﺎ ﺣَﺘَّﻰ ﻳَﻐْﻔِﺮَ ﻟَﻬُﻤَﺎ

‘যখনই দুজন মুসলিমের সাক্ষাত হয় এবং তারা পরস্পর হাত মিলায় তো আল্লাহ তাআলার উপর তাদের এই হক জন্মে যে, আল্লাহ তাদের দুআ কবুল করবেন এবং তাদের হাতগুলো পৃথক হওয়ার আগেই তাদেরকে ক্ষমা করে দিবেন।’ (মুসনাদে আহমদ ৩/১৪২, হাদীস ১২৪৫১)

উপরোক্ত হাদীসগুলোর কারণে আমাদের পূর্বসূরী বুযুর্গরা মুসাফাহার সময় একে অপরের জন্য মাগফিরাতের দুআ করতেন। এই দুআর জন্য প্রসিদ্ধ আরবী বাক্যটি খুবই উপযুক্ত-

ﻳَﻐْﻔِﺮُ ﺍﻟﻠﻪُ ﻟَﻨَﺎ ﻭَﻟَﻜُﻢْ

অর্থাৎ ‘আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন।’(মাসিক আল-কাউছার)

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 219 views
...