হযরত আসসালামু আলাইকুম,
আমার মামা অগ্রনী ব্যাংকে চাকুরী করে, যেহেতু আমরা জানি সরকারী ব্যাংক সুদি লেনদেন করে সেহেতু তার সাথে ভাগে কুরবানী দিলে আমার কুরবানী জায়েজ হবে কি?
আমরা প্রতি বছর একসাথে দেই সেই হিসাবে এই বছর আমরা এক সাথে দেবার কথা বলছি, এখন যদি তার সাথে কুরবানী দেয়া জায়েজ না হয় তাহলে কি করবো?
দয়া করে জানাবেন