আচ্ছালামু আ'লাইকুম,
১. কখনো কখনো তাড়াহুড়ো করতে গিয়ে বাম হাতে দান করা হয়ে যায় ভুলে। এক্ষেত্রে কি সওয়াব এর কমতি বা গুনাহ হবে কিনা?
২. পরিবার থেকে লুকিয়ে বিয়ে করেছিল। এবার পারিবারিক ভাবে ওই মেয়েকেই বিয়ে করবে। এক্ষেত্রে ২ বার ইজাব কবুল হচ্ছে, আগের মোহরানা আবার ধরা হচ্ছে, এইগুলোর হুকুম কি হবে?
৩. পাঞ্জাবির ভিতরে গেঞ্জি পড়ে যে এটা কি সুন্নাহ? রাসূল স. একইসাথে দুটি কাপড় পরিধান করতো এমন কিছু কি?
৪. এক ভাই বেশ কিছু টাকা দিয়ে ১টা ফ্ল্যাট ৫-৭ বছর এর জন্য মরগেজ নিবে, যাতে ৫-৭ বছর ভাড়া না দেওয়া লাগে, আবার যেই পরিমাণ টাকা দিয়ে তিনি ফ্ল্যাট নিলো সময় পার হয়ে যাবার পর সে পরিমাণ টাকা তাকে ফেরত দেওয়া হবে, পরবর্তীতে জানতে পারলো এই পদ্ধতি হারাম। বিকল্প পদ্ধতি শরীয়ত বিরোধী যাতে না হয় এমন কোনো পদ্ধতি থাকলে জানাবেন।