আসসালামু আলাইকুম,
প্রশ্ন ১ : হুজুরের কাছে লেকচার শুনে সূরা বাকারার আয়াত " আত তালাকু মাররাতান" এই আয়াতের শব্দটা বার বার উচ্চারণ হয়ে যায়। যার অর্থ : তালাক হলো দুইবার।
স্ত্রীর সামনে এই সুরা বাকারার আয়াত উচ্চারণ করলে কোন সমস্যা হবে?? এবং বার বার সুরার এই আয়াত মুখে উচ্চারণ করলে সমস্যা হবে?
প্রশ্ন ২ : আপনাদের কাছে ফতোয়া বা মাসালা জানতে চাওয়ার সময় তালাকের বাক্য লিখতে গিয়ে মুখে উচ্চারণ হয়ে যায় চিন্তা করে ভাবতে গিয়ে মুখে উচ্চারন হয়ে যায় এর জন্য কি সমস্যা হবে???
প্রশ্ন ৩ : একজন লোক তালাকের ফতোয়া দেখে মনে পড়লো অতিতে সে একবার রাগ করে স্ত্রীর অগোচরে মানে তার স্ত্রী সামনে ছিলো না। সে তার ছেলের সামনে তালাকের শব্দ উচ্চারণ করছিলো। তা প্রায় দশ বছর আগের কথা। এখন সেই লোক তালাক দিবো, না দিলাম,না অন্য ভাবে বলছিলো সেটা তার এবং তার ছেলের মনে নাই।
মোট কথা তালাকের শব্দ সে তার ছেলের সামনে কিভাবে বা কোনভাবে উচ্চারণ করে বলেছিলো,,,সেটা তার এবং তার ছেলের মনে নাই। মোটকথা কারো কোন কিছু মনে নাই।
কারন দশ বছর আগের কাহিনি কারোই ই মনে থাকবে না।
এটা তাদের একধরনের ওয়াসওয়াসা আর সন্দেহ।
এজন্য কি সমস্যা হবে????
প্রশ্ন ৪: স্বামি যদি তার স্ত্রীকে ম্যসেজে বলে যে,
যদি তোমারে ডিভোর্স দেই বা দিতাম,তাইলে তুমি কি করতা?? এরকম শব্দ বললে সমস্যা হবে?
প্রশ্ন ৫: স্ত্রী তার স্বামিকে ম্যসেজে বলেছে এভাবে,
আমি অন্যকে বিয়ে করলে,আমাদের ডিভোর্স হইতো না।
স্ত্রীর এরকম কথা বলার এর জন্য কি সমস্যা হবে?
প্রশ্ন ৬: স্বামি তার স্ত্রীকে whatsapp এ ম্যসেজে লিখতে ছিলো যে,,
তোমাদের বিল্ডিং এ যদি আরো তালা থাকতো তাহলে গরম কম লাগতো।
কিন্তু স্বামি যখন ম্যসেজ টাইপ করতে ছিলো তখন তালা শব্দটার জায়গায় কিবোর্ড এর অটো কারেকশনে তালাক শব্দটা add করে দিছে এবং সে ভুলে ক্লিক করে শব্দটা যোগ হয়ে যায়। তখন শব্দটা এরকম ছিলো,
তোমাদের বিল্ডিং এ যদি আরো তালাক থাকতো তখন গরম কম লাগতো।
স্বামি ম্যসেজটি স্ত্রীকে পাঠায় নায়। সাথে সাথে ম্যসেজ মুছে ফেলে। এর জন্য কি সমস্যা হবে????
প্রশ্ন ৭:
স্বামি তার স্ত্রীকে বলেছিলো যে,
"Single মানুষের মতো জিবনটা enjoy করবা।'...
এসব কথায় কি কোন সমস্যা হবে?
প্রশ্ন ৮: স্ত্রী তার স্বামিকে রাগ করে ম্যসেজে বলেছে,,,,আমরা কোন স্বামি স্ত্রী না,,,আমাদের ডিভোর্স হয়ে গেছে। শুধু কাগজে সাইন করা বাকি।।। স্ত্রীর এ কথার জন্য কোন সমস্যা হবে?