আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমি যখন মুড়ি খাচ্ছিলাম তখন মনে মনে তালাক কথা টা হয়ে যাচ্ছে। হুজুর মুড়ি চিবচ্ছিলাম, হুজুর কিছু খেতে গেলে জিহ্ববা নড়বে ঠোঁট নড়বে আর দাতে দাঁত লেগে মনে মনে তাকাক কথা টা হচ্ছে তো মনে হচ্ছে যেনো উচ্চরণ করছি। আর আমি যখন কিছু খাই তখন তালাক কথা টা মনে মনে হয়, বিষয় হলো খেতে খেতে তালাক কথা টা মনে হচ্ছিল, যেহেতু বলছিলাম মনে মনে আর যেহেতু খাচ্ছিলাম তাই মনে হচ্ছে উচ্চরণ হচ্ছে। এমন মুহূর্তে মনে মনে তালাক কথা টা মনে হয়, হুজুর আমি মুড়ি খাচ্ছিলাম তাই মনে ভয় হচ্ছিল উচ্চরণ হয়ে গেলো নাকি তাই বলে , কিন্তু আসলে মুড়ি খাচ্ছিলাম তাই জিহ্ববা নড়বে কিন্তু জিহ্ববা নাড়িয়ে উচ্চরণ করিনি। এমনি খেতে খেতে জিহ্ববা নড়ছিলো, আর সেই সময় মনে মনে তালাক এর কথা মনে হয় দিয়ে মনে হচ্ছে যেনো উচ্চরণ হয়ে যাচ্ছে আসল এইভাবে কি উচ্চরণ ধরা হবে? এর জন্য কি তালাক হবে?
২. তার পর থেকে আমি একবার চেক করে দেখলাম , ঠোঁট বন্ধ করে দাতে দাঁত নাড়ছিলাম এমনি হালকা জিহ্ববা নাড়ছিলাম আর বিসমিল্লাহ বলছিলাম আর সেই সময় মনে মনে তালাক কথা টা বলে দেখলাম উচ্চরণ হচ্ছে কি , দিয়ে মনে হচ্ছে উচ্চরণ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে হুজুর এর জন্য কি তালাক হবে?
৩. হুজুর আমার খুবই চিন্তা হচ্ছে , মনে মনে আমি একবার চেক করে দেখলাম , খেতে খেতে বিসমিল্লাহ বলছিলাম আর মনে মনে তালাক কথা টা ভাবছিলাম দেখছিলাম উচ্চরণ হয় কি না । হুজুর এর জন্য তালাক হবে না তো? হুজুর আমাকে কি চিন্তা করার দরকার আছে?? Plz plz হুজুর জানাবেন।
৪. আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো হুজুর?