আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
স্বপ্নে আজ আমি একটি জায়গায় গিয়েছি যেখানে মৌরিতানিয়ার একজন মহিলা ও তার দুজন বাচ্চাকে ইসলামের কথা বলছিলাম,সম্ভবত দাওয়াত দিচ্ছিলাম। এমতাবস্থায় জানাজানি হয়ে গেলো যে আমি ইসলামের কথা তুলেছি,সেই জায়গায় ইসলামের কথা উচ্চারণ করাও নিষিদ্ধ যা আমি আগে জানতাম না, যার ফলে আমাকে সেখান থেকে বের হতে না দিয়ে আটকে দেওয়া হলো যন্ত্রণাদায়ক শাস্তির জন্য। আমার অনেক খারাপ লাগছিলো ভয় হচ্ছিলো এতে।তবে আরবরা খুব কষ্টকর কোনো শাস্তি দিয়েছিল কিনা মনে নেই।এরপর নমুনাস্বরুপ আমাকে এমন এক ব্যক্তিকে দেখানো হচ্ছে,যাকে অনেক যন্ত্রণাকর কষ্ট দিচ্ছে আরবরা,প্রহার করছে বিভিন্ন ভাবে।এটা সাড়ে ১৪ শ বছর আগের দৃশ্য এবং কেউ আমাকে সেটা দেখিয়ে বলছে,দেখো রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই দ্বীনের জন্য এইরকম কষ্ট করেছেন, এরচেয়ে বেশি কষ্ট দ্বীনের জন্য আর কেউ ই করেন নি,তোমার কষ্ট কোনো কষ্টই নয়।"
আমার খুব খারাপ লাগছে এই স্বপ্নের আদৌ কোনো মানে আছে কিনা।ইদানিং নিজের ঈমান-আমলের অবস্থা শোচনীয় লাগছে বেশ।তার মধ্যে এমন স্বপ্ন!আল্লাহ কি আমাকে কিছু বোঝাতে চাচ্ছেন কিনা?