আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
93 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (18 points)
edited by
১) আমাদের এখানে একটি প্রবাদ বাক্য আছে ,
"ভাই না হয়ে ভাইয়ের শালা হইলে অনেক ভালো হইতো"( আপন ভাইয়ের চেয়ে শ্যালক কে মানুষ যখন মূল্যায়ন করে সেই দিক থেকে প্রবাদ বাক্য টা প্রচলিত)

প্রায় সময় ভাইয়ের উপর রাগ উঠলে কষ্টে অভিমানে এই কথাটা ভাইকে উদ্দেশ্য করে বাবা, মা ,স্ত্রীর সামনে বলতাম । এ কথার জন্য কোন সমস্যা হবে কিনা। ওয়াসওয়াসা থেকে প্রশ্ন টা আসছে আমার। এখানে তো স্ত্রীকে উদ্দেশ্যই করা হয়নি আর নিয়ত ও নাই।

২) একটি ঘটনা ,সেটা কি বিয়ের আগে নাকি পরে ভূলে গেছি। সম্ভবত বিয়ের আগেই হবে। আমি হাতে একটি আংটি পড়তাম। আমার চাচাতো ভাই আংটি দেখে দুষ্টুমি করে জিজ্ঞেস করে এটা কিসের আংটি? এটা কি হবু ভাবির বিয়ে বন্ধ রাখার জন্য আংটি পড়ছেন ।( মানে আমার যার সাথে বিয়ে হবে তার যাতে অন্য কোথাও বিয়ে যাতে না হয় সেই জন্য এই আংটি এটা বুঝিয়েছে ) । আমার কাছে মনে হচ্ছে আমার চাচাতো ভাইই কথাটা বলেছে । নাকি আমি তাকে উত্তর দিলাম যে  বিয়ে বন্ধ রাখার আংটি যাতে অন্য কোথাও বিয়ে না হয় ।বুঝতে পারছিনা কে কথাটা বলেছিল সেটা কি বিয়ের আগে নাকি পড়ে তাও বুঝতে পারছিনা। আমার ধারনা বিয়ের আগেই হবে , আর মনে হয় কথাটা আমার চাচাতো ভাই বলেছিল যে বিয়ে বন্ধ রাখার আংটি আমি বলিনি।

এর জন্য কোন সমস্যা হবে কিনা ?

1 Answer

0 votes
by (564,060 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


গায়েবের খবর একমাত্র মহান আল্লাহ তায়ালাই জানেন,অন্য কেউ তাহা জানেননা।

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ

অর্থ: (হে নবী) আপনি বলুন! আল্লাহ তা‘আলা ছাড়া আসমান-যমীনে অন্য কেউ অদৃশ্যের জ্ঞান রাখেনা। এবং তারা জানে না কখন তারা উত্থিত হবে। (সূরা নামল, আয়াত-৬৫)

قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ

অর্থ: (হে নবী) আপনি বলুন! আমি তোমাদেরকে বলি না যে, আমার নিকট আল্লাহর ধন-ভান্ডার রয়েছে। এবং আমি গায়েব জানি না, এবং আমি তোমাদের এটাও বলিনা যে, আমি একজন ফেরেশতা। আমার নিকট যা প্রত্যাদেশ হয় আমি কেবল তারই অনুসরন করি। (সুরা আন‘আম, আয়াত- ৫০)

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

অর্থ: কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই রয়েছে। তিনি বারি বর্ষণ করেন, এবং তিনি জানেন জরায়ুতে কী রয়েছে। কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে। এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ তা‘আলা সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবগত । (সুরা আন‘আম, আয়াত- ৩৪)

এমনকি রাসুলুল্লাহ সাঃ ও তাহা জানেননা।  
হাদীস শরীফে এসেছেঃ   

عن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ الغَيْبَ، فَقَدْ كَذَبَ، وَهُوَ يَقُولُ: لاَ يَعْلَمُ الغَيْبَ إِلَّا اللَّهُ»

অর্থ: হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, যে ব্যক্তি তোমাকে বলে নবীজি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গায়েব জানেন, সে মিথ্যাবাদী। কারণ নবীজি (স.) নিজেই বলতেন, আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কেউ গায়েব জানে না। (সহীহ বুখারী-৭৩৮০)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
এ কথার জন্য কোন সমস্যা হবেনা।

(০২)
এর জন্য কোনো সমস্যা হবেনা।
তবে উক্ত কথাকে শরীয়ত সমর্থন করেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...