সামান্য প্রস্রাব লাগা কিছু কাপড়ের সাথে কিছু পাক কাপড় একসাথে ভিজিয়ে পুকুরের পানিতে একবার ভালো করে ধুয়ে একবার চিবিয়েছি। কিন্তু যখন শুকাতে দিতে যায় একটি গেন্জি শুকোতে দেয়ার পর, বামহাতের কিছু আঙুলে কাপড় ধোয়ার পাউডারের সামান্য ভেজা পিচ্ছিল ভাব অনুভব হয়।
এখন কি ঐ কাপড় পাক হয়েছে? সবগুলো কাপড় একসাথে ছিলো। এরপর বাকি কাপড় মেলেছি। কিন্তু এখন পেরেশানিতে আছি। আমি তো শরীয়তের নিয়ম অনুযায়ী প্রবাহিত পানিতে একবার ধুয়ে একবার চিবিয়েছি। যদি কাপড়গুলো পাক নাহয় আমার জন্য খুব কঠিন হয়ে যাবে।
জাযাকাল্লাহ খইরান