★কেউ যদি স্ত্রীকে তিন তালাকের নিয়তে স্ত্রীকে তালাক দেয়ার ইচ্ছায় "তোমাকে তিন" না বলে স্ত্রীকে তিন তালাক প্রদানের নিয়তে শুধু "তিন" বলে তাহলে তিন তালাক হয়ে যাবে।
★কেউ যদি স্ত্রীকে তিন তালাকের নিয়তে খাতায় "তোমাকে তিন" না লিখে স্ত্রীকে তিন তালাক প্রদানের নিয়তে খাতায় শুধু "তিন" লিখে, তাহলে তিন তালাক হয়ে যাবে।
رجل قال لامرأته"ترايكى وتراسه"أو قال "تويكى وتوسه"قال ابو القاسم الصفار:لا يقع شيء وقال الصدر الشهيد:يقع إذا نوى قال وبه يفتى،قال القاضي وينبغي أن يكون الجواب على التفصيل إن كان ذلك في حال مذاكرة الطلاق أو في حال الغضب يقع الطلاق،وإن لم يكن لايقع إلا بالنية،كماقال في العربية أنت واحدة۔(خلاصة الفتاى، كتاب الطلاق، الفصل الثاني في الكنايات، ج:2، ص:98)
সারমর্মঃ-
তোমাকে এক, তোমাকে তিন বললে,
সদরুস শহীদ রহঃ বলেন,এক্ষেত্রে তালাকের নিয়ত থাকলে তালাক হয়ে যাবে,এর উপরেই ফতোয়া।
(০৩)
সন্দেহ হলে এক্ষেত্রে তালাক হবেনা।
(৪.৫)
না,যাবেনা।
(০৬)
হ্যাঁ মনে মনে পড়তে হয়।
(০৭)
হাদীস শরীফে এসেছেঃ-
عَبْدُ اللهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يُلْقَى فِي النَّارِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَزِيْدٍ حَتَّى يَضَعَ قَدَمَهُ فَتَقُوْلُ قَطْ قَطْ.
আনাস (রাঃ) হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে নিক্ষেপ করা হলে জাহান্নাম বলবে, আরো আছে কি? শেষে আল্লাহ্ তাঁর পা সেখানে রাখবেন, তখন সে বলবে, আর না, আর না।
[বুখারী শরীফ ৪৮৪৮.৬৬৬১, ৭৩৮৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৪৮৪)
★শারহুস্ সুন্নাতে আছে যে, এ হাদীসে কুদরতি পা যা কিছু উল্লেখ করা হলো সবই আল্লাহর সিফাত, যার কোন ব্যাখ্যা করা যাবে না, বিশ্বাস করতে হবে এবং অবস্থা বর্ণনা করা যাবে না। (মিরকাতুল মাফাতীহ, ফাতহুল বারী হা. ৪৮৫০)