আসসালামু আলাইকুম
আমার গ্যাস্ট্রিকের প্রভলেমের কারণে প্রায় সময়ই ফরজ নামাজ পড়তেই কয়েকবার ওযু করা লাগে। সেটার সাথে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ডাক্তার ও দেখিয়েছি।
আামার মূলত যেটাতে সমস্যা যো, অনেক সময় দেখা যায় জামাতের মাঝখানে অযু চলে যায়। কিন্তু লজ্জায় বের হতে পারিনা। কারণ একবার দুবার হলে বের হয়ে যাওয়া যায়। আমার প্রতি ওয়াক্তেই প্রায় এরকম হয়। আমি এরপরও চেষ্টা করি জামাতে পড়ার জন্য। যদিও বেশিরভাগ সময় পুরো জামাতে পড়তে পারিনা কারণ ওজু চলে যায়। আবার আমি বেরও হতে পারিনা। একটা মেন্টাল ট্রমার মধ্যে আছি এটা নিয়ে।
আমার এখন কী করণীয়? জামাতে নামাজের বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করব?