আসসালামু আলাইকুম
১।। স্বামী তার স্ত্রী কে বলে কিস দিতে তখন স্ত্রী বলে কেন দিব,, তখন স্বামী বলে আমি তোমার হাসবেন্ড তাই।।তখন স্ত্রী বলে আমি মানি না।।স্বামী বলে মান না,,,তখন স্ত্রী বলে মানি কিন্তু দিব না।।তরপর স্বামী বলে প্রথমে বলছো মান না,,(না মানলে তো স্বামী -স্ত্রী কোন সম্পর্ক থাকে না,, নাকি স্বামী স্ত্রী সর্ম্পক শেষ) দুই ভাবের এক ভাবে বলছে কথা টা।।।আলাদা থাকতে হবে/হয়।।। আলাদা থাকতে হয় নাকি হবে বলছে মনে নেই।।তখন স্ত্রী বলে কেন না মানলে কি ছাড়াছাড়ি হয়ে যায়, তখন স্বামী বলে ছাড়াছাড়ি হয় কিনা জানি না তবে একসাথে থাকা যায় না,,,তখন স্ত্রী বলে তুমি তালাকের জন্য বলছো তখন স্বামী বলে তালাকের জন্য কেন বলবো তোমার কথার প্রেক্ষিতে বলছি,,,এগুলো স্ত্রী তালাকের নিয়তে বলে নি এতে কি তালাক পতিত হবে।।। আর যদি স্বামী তালাকের নিয়ত থাকে তাহলে কি মাসালা হবে।।
২।।স্ত্রী তার স্বামীকে বলছে তালাক দিয়ে দাও,, তখন স্বামী বলছে আচ্ছা তারপর,,তখন স্ত্রী আবার বলে তালাক দিয়ে দেন থাকবো না আপনার সাথে,, তখন স্বামী আবার বলে আচ্ছা দিয়ে,,তখন স্ত্রী বলে দিয়ে আপনি আরেকটা বিয়ে করবেন।।স্ত্রী তখন বলে আলাদা থাকবো আমরা তখন স্বামী বলে আমরা তো আলাদাই থাকি তুমি থাকো এক জায়গা আমি থাকি আরেক জায়গা।।তখন স্ত্রী বলে আমি এই আলাদার কথা বলি নি,, একেবারে আলাদার কথা বলেছি।।।তরপর স্ত্রী বলে আমি তালাক চাওয়াতে আপনি আচ্ছা বলেছেন তার মানে আপনি তালাক দিতে চান,,,তখন স্বামী বলে আমি তালাকের জন্য বলি নি,, তুমও নিজের মনগড়া কথা চাপায় দাও কেন,,তখন স্ত্রী বলে তাহলে আচ্ছা কেন বলছেন,,তখন স্বামী বলে আচ্ছা মানে ঠিকাছে,, তখনা স্ত্রী বলে ঠিকাছে মানো তো তালাকের জন্য রাজি আছেন এটাই বুঝায়, তখন স্বামী বলে আচ্ছা মানে ওকে,ওকে মানে ঠিকাছে,, এটা বলছি মানে ঠিকাছে তুমি থামো।।।স্বামী যে আচ্ছা বলছে তাতে কি তালাক হবে।।